ভারতে প্রতিমা বিসর্জনের সময় প্রাণ গেলো ৮ জনের

ভারতের পশ্চিমবঙ্গের মাল নদীতে দেবী দুর্গার প্রতিমা বিসর্জন দিতে গিয়ে স্রোতে ভেসে ৮ জন মারা গেছেন। নিখোঁজ রয়েছেন আরও কয়েকজন। বুধবার রাতে এ ঘটনাটি ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ডুবে যাওয়াদের মধ্যে চারজন নারী রয়েছেন। আহত ১০ জনকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেলার ম্যাজিস্ট্রেট মৌমিতা গোদরা (পিটিআই) নিউজকে জানান, গতকাল (বুধবার) সন্ধ্যায় প্রতিমা বিসর্জন দিতে নদীর তীরে জড়ো হয়েছিলেন শত শত মানুষ। হঠাৎ স্রোতে আটজন ভেসে যান, ৫০ জনকে উদ্ধার করা হয়েছে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে উদ্ধার অভিযানে নামে ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ), পুলিশসহ অন্যান্য বিভাগের সংশ্লিষ্টরা। ভেসে যাওয়ার একটি ভিডিও ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে। অনেককে তীরে ওঠার চেষ্টা করতে দেখা যায়।

একে ট্র্যাজেডি উল্লেখ করে শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার বরাতে কার্যালয় জানায়, জলপাইগুড়িতে দুর্গাপূজা উৎসবের সময় দুর্ঘটনা মর্মাহত। যারা প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা।