কার্গিল সীমান্তে মোদি

সেনা সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপনে সোমবার কার্গিলে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২০১৪ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করে আসছেন। এবারও তার ব্যতিক্রম হলো না। এদিন সেনা জ্যাকেট পড়া অবস্থায় দেখা যায় প্রধানমন্ত্রীকে।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয় বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রী মোদি কার্গিলে অবতরণ করেছেন। যেখানে আমাদের সাহসী সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন।

এর আগে সকালেই টুইট বার্তায় দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানান মোদি। টুইট বার্তায় লেখেন, ‘সবাইকে দ্বীপাবলির শুভেচ্ছা জানাচ্ছি। শুভ উৎসব আমাদের জীবনে আনন্দ ও মঙ্গলের চেতনাকে আরও বাড়িয়ে তুলুক। পরিবার এবং বন্ধুদের সঙ্গে আনন্দের সঙ্গে দ্বীপাবলি কাটান, এই কামনা করি।

২০১৯ সালে মোদি কাশ্মীরের রাজৌরি এবং ২০২০ সালে তিনি যান রাজস্থানের লঙ্গেওয়ালা সীমান্তে। ২০২১ সালে গিয়েছিলেন কাশ্মিরের নৌশেরায়।