ভারতীয় উড়োজাহাজে ভয়াবহ আগুন, জরুরি অবতরণ (ভিডিও)

ভারতের বেঙ্গালুরুগামী ইন্ডিগো এয়ারের একটি ফ্লাইটের ইঞ্জিনে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। শুক্রবার রাতে বিমানটিকে দিল্লি বিমানবন্দরে জরুরিভিত্তিতে অবতরণ করানো হয়।

ইন্ডিগোর পক্ষ থেকে বলা হয়েছে, ফ্লাইট ৬ই-২১৩১ দিল্লি থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই একটি ইঞ্জিন থেকে আগুনের ফুলকি ছড়াতে দেখা যায়। এসময় দ্রুত দিল্লি বিমানবন্দরে অবতরণ করান পাইলট। ঘটনাটি ঘটে আনুমানিক রাত ৯টা ৪৫ এর দিকে।

প্রযুক্তিগত কোনও সমস্যার কারণে আগুন ধরে যায় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওই ফ্লাইটের সব আরোহী নিরাপদে আছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বিকল্প উড়োজাহাজের ব্যবস্থা করে নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয় তাদের। এ ঘটনায় যাত্রী ও দিল্লি বিমানবন্দরে কিছুটা আতঙ্ক দেখা দেয়। প্লেনটিতে কীভাবে এমন ঘটনা ঘটলো, এ নিয়ে তদন্তে নেমেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এয়ারবাস এ-৩২০ এয়ারক্রাফটিতে ক্রুসহ ১৮৪ জন ছিলেন।

ভিডিও: