বাইক কিনতে বস্তাভর্তি কয়েন নিয়ে হাজির ক্রেতা

বাইক কিনতে এক বস্তা কয়েন নিয়ে শো রুমে হাজির আসামের করিমগঞ্জ জেলার ক্ষুদ্র ব্যবসায়ী সুরঞ্জন রয়। এ  ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। খবর সংবাদমাধ্যম এনডিটিভি’র।

দীর্ঘদিন ধরেই একটি বাইকে কেনার স্বপ্নপূরণ করতে অল্প অল্প করে সঞ্চয় করছিলেন সুরঞ্জ রয়। শনিবার সন্ধ্যায় বাড়ির কাছেই টিভিএস শোরুমে যান তিনি। শোরুমের কর্মচারীদের কাছে বাইক কেনার ইচ্ছের কথা জানান।

শোরুমের কর্মচারী বর্নালী পল বলেন, তিনি সন্ধ্যায় আমাদের শোরুমে আসেন। তার চাহিদা অনুযায়ী অ্যাপাচি ১৬০ভি আমরা দেখাই। সবকিছু দেখার পর তার কাছে থাকা ৫০ হাজার রূপির কয়েনে বাইকটি কিনতে চান তিনি।

পল আরও বলেন, এ কথা শুনে আমরা কিছুটা অবাক হই। শোরুমের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা সরঞ্জন রয়কে বাইকটি দেওয়ার সিদ্ধান্ত নিই।

এ প্রসঙ্গে রয় বলেন, বাইক কেনার জন্য গত কয়েক বছর ধরে এই পয়সাগুলো সংগ্রহ করেন।