X
শনিবার, ১০ মে ২০২৫
২৭ বৈশাখ ১৪৩২
ভারত-পাকিস্তান সংঘাতে আতঙ্ক

সীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক
০৯ মে ২০২৫, ২৩:৪৬আপডেট : ০৯ মে ২০২৫, ২৩:৪৬

ভারত ও পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক সংঘর্ষে সীমান্তবর্তী অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উভয় দেশের নাগরিকেরা খাদ্য ও প্রয়োজনীয় দ্রব্য মজুত করছেন এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর ছেড়েছেন। শুক্রবার (৯ মে) উভয় পক্ষের মধ্যে টানা তৃতীয় দিনের মতো ড্রোন ও গোলাবারুদ ব্যবহারে যুদ্ধ পরিস্থিতি অব্যাহত রয়েছে, যা গত তিন দশকের মধ্যে সবচেয়ে তীব্র বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ভারতের দাবি, গত মাসে কাশ্মীরে হিন্দু পর্যটকদের ওপর হামলার প্রতিশোধ হিসেবে বুধবার পাকিস্তানে একাধিক ‘জঙ্গি ঘাঁটি’তে হামলা চালানো হয়। এর পর থেকে পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

সীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

পাঞ্জাবের সীমান্তবর্তী একটি গ্রামের বাসিন্দা ২৬ বছর বয়সী অমনপ্রীত ধিল্লন বলেন, ‘আমাদের গ্রাম পাকিস্তান সীমান্ত থেকে মাত্র ১৩ কিলোমিটার দূরে। অনেক পরিবার ইতোমধ্যে নারীদের ও শিশুদের নিরাপদ স্থানে পাঠিয়ে দিয়েছে। আমিও ভাবছি, কারণ আমাদের গ্রাম পরবর্তী লক্ষ্য হতে পারে।’

কাশ্মীরের উরি জেলার বাসিন্দারা জানিয়েছেন, গোলাবর্ষণের কারণে অনেকেই রাতেই এলাকা ছেড়ে পালিয়ে যান। বারামুল্লার বাসিন্দা ৪৫ বছর বয়সী বশির আহমদ বলেন, ‘আমরা জীবনে কখনও এত তীব্র গোলাবর্ষণ দেখিনি। রাতেই লোকজন বাড়িঘর ফেলে পাথরের আড়ালে বা বাংকারে আশ্রয় নেন।’

পাকিস্তানের লাহোর শহরে বৃহস্পতিবার ড্রোন হামলার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে। পাকিস্তান দাবি করেছে, ভারতীয় ড্রোনগুলোকে গুলি করে ভূপাতিত করা হয়েছে। এতে সাইরেন বাজে এবং মার্কিন কনস্যুলেট তাদের কর্মীদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়।

সীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

শুক্রবার লাহোরে সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। শহরের বাসিন্দা ও দোকানিরা জানিয়েছেন, লোকজন মাংস, ময়দা, ডাল, তেল, চা এবং রান্নার গ্যাসসহ এক মাসের বাজার করে রাখছেন। নগর কর্তৃপক্ষ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সতর্কতা জারি করেছে।

লাহোরের বাসিন্দা ৩৪ বছর বয়সী আরুশা রমিজ বলেন, ‘আমি এক মাসের জন্য বাজার করে নিয়েছি, ব্যাংক থেকেও অতিরিক্ত নগদ টাকা তুলে এনেছি।’

ফার্মেসিতে কর্মরত মোহাম্মদ আসিফ বলেন, ‘মানুষ এখনই ওষুধ মজুত করছে। প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের ওষুধের সংকট দেখা দিতে পারে।’

সীমান্ত এলাকায় খাদ্য মজুত ও নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ

পাকিস্তানে জনপ্রিয় খাবার সরবরাহ অ্যাপ ফুডপান্ডা জানিয়েছে, গোটা দেশজুড়ে তাদের মুদিপণ্য সরবরাহের চাহিদা কয়েকগুণ বেড়েছে।

ভারতের খাদ্যমন্ত্রী জনগণকে আতঙ্কিত হয়ে খাদ্যদ্রব্য না কেনার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমাদের চাল, গম ও ডালের মজুত স্বাভাবিক চাহিদার তুলনায় অনেক বেশি আছে।’ তবে পাঞ্জাবের বাসিন্দা পঙ্কজ শেঠ বলেন, ‘আমাদের কাছে বিকল্প নেই। কাল বাজার খোলা থাকবে কি না, জানি না। তাই আগে থেকেই কিনে নিচ্ছি।’

অমৃতসরের ৩০ কিলোমিটার দূরে আত্তারিতে বসবাসরত খালার জন্য এক বস্তা ময়দা নিয়ে রওনা হওয়া নার্স নভনীত কৌর বলেন, ‘ওই এলাকায় জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তাই খালা ময়দা চেয়েছেন।’

কাশ্মীরের সীমান্তবর্তী গ্রামগুলোতে রাতে গোলাবর্ষণের আশঙ্কায় মানুষজন বাংকারে রাত কাটাচ্ছেন। পাকিস্তানশাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে, দুটি এলাকায় অন্তত ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

নিলম উপত্যকার জুরা বান্ডি গ্রামের বাসিন্দা ৪৩ বছর বয়সী মনজুর আহমদ বলেন, ‘মুজাফফরাবাদে ভারতের হামলার পর থেকেই আমরা পাহাড় কেটে তৈরি করা বাংকারে বাস করছি। এখানেই এখন রাত কাটাতে হচ্ছে।’

নতুন করে শুরু হওয়া এই দ্বন্দ্ব আন্তর্জাতিকভাবে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের মধ্যে এই উত্তেজনা নিয়ন্ত্রণে না এলে তা বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে।

/এএ/
সম্পর্কিত
গাজায় ত্রাণ বিতরণের নিয়ন্ত্রণ নিচ্ছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘকে সরিয়ে দেওয়ার চেষ্টা
ভারত-পাকিস্তান ড্রোন যুদ্ধ: দক্ষিণ এশিয়ায় সংঘাতের নতুন অধ্যায়
রাশিয়ার বিজয় দিবস প্যারেডে পুতিনের পাশে শি জিনপিং
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১০ মে, ২০২৫)
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
আ.লীগ নিষিদ্ধের আন্দোলনে বিরতি ঘোষণা, শাহবাগেই ঘুমিয়ে পড়েছেন হাসনাত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবরোধ তুলে নিলেন শিক্ষার্থীরা
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
শাহবাগে মধ্যরাতেও উপচেপড়া ভিড়, চলছে ডকুমেন্টারি প্রদর্শনী
সর্বাধিক পঠিত
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
সাবেক শিবির নেতাদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
যেভাবে বানাবেন কাঁচা আমের টক-মিষ্টি-ঝাল আমসত্ত্ব 
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
তিন শিক্ষক আর পাঁচ শিক্ষার্থী দিয়ে চলছে সরকারি বিদ্যালয়
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
কলকাতায় যুদ্ধের প্রস্তুতি মমতা সরকারের
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান
রাতভর নাটকীয়তার পর সকালে গ্রেফতার আইভী, দিলেন ‘জয় বাংলা’ স্লোগান