বছর শেষে ভারতের রিজার্ভ কমতে পারে আরও দেড় হাজার কোটি ডলার

২০২২ সাল শেষে ভারতের বিদেশি মুদ্রার রিজার্ভ আরও দেড় হাজার কোটি ডলার কমতে পারে। এক মাস আগে যে পূর্বাভাস দেওয়া হয়েছিল রিজার্ভ হ্রাসের পরিমাণ তা থেকে বেশি। ভারতের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) শক্তিশালী ডলারের বিপরীতে রুপিকে রক্ষা করা অব্যাহত রাখায় রিজার্ভের পরিমাণ কমবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

খবরে বলা হয়েছে, আরবিআই ভারতের রিজার্ভ থেকে ১১ হাজার ৮০০ কোটি ডলার কমিয়েছে। এক বছর আগে দেশটির রিজার্ভ ছিল ৬৪ হাজার ২০০ কোটি ডলার। যা ছিল ভারতের সর্বোচ্চ রিজার্ভের রেকর্ড। একই সময়ে ভারতীয় মুদ্রা রুপির দরপতন হয়েছে প্রায় ১২ শতাংশ। ২০ অক্টোবর ডলারের বিপরীতের রুপির মূল্য ছিল ৮৩.২৯।

২৮ অক্টোবর থেকে১ নভেম্বর পর্যন্ত রয়টার্সের পরিচালিত জরিপে ১৯ জন অর্থনীতিবিদ অংশ নিয়েছেন। জরিপে ওঠে এসেছে, এই বছর শেষে ভারতের রিজার্ভ ৫২ হাজার ৫০০ কোটি ডলার থেকে কমে ৫১ হাজার কোটি ডলার হতে পারে। এর আগে সেপ্টেম্বরে পরিচারিত জরিপে ধারণা করা হয়েছিল বছর শেষে ভারতের রিজার্ভ হতে পারে ৫২ হাজার ৩০০ কোটি ডলার।

বেশিরভাগ অর্থনীতিবিদ মনে করেন, সাধারণভাবে ভারতের রিজার্ভ ৫০ হাজার কোটি ডলার থাকা যথেষ্ট।