চিতাবাঘ আতঙ্কে ভারতের ১৩৫ স্কুল বন্ধ

চিতাবাঘ আতঙ্কে ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে ১৩৫টি স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। সেখানকার কয়েকটি স্থানে নতুন করে আবারও চিতা বাঘের দেখা মেলায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। শিক্ষা বিভাগের সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার এই স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়।

শিক্ষা বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এই ছুটি শুধু শিক্ষার্থীদের জন্যই প্রযোজ্য। শিক্ষকদের কাজের জন্য স্কুলে আসতে বলা হয়েছে।

noname

বুধবার হোয়াইটফিল্ডের কাছে নাল্লুরহাল্লিতে ভিবগিয়র হাই মারাথাহাল্লি স্কুলের পিছনে দুটি চিতাবাঘের দেখা মিলে। আগের দিনও একই এলাকায় তিনটি বাঘ দেখা পান এক নারী শ্রমিক। পরপর দুইদিন বাঘের দেখা মেলার পরই মূলত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাঘগুলোর সন্ধানে নামেন বন বিভাগের কর্মকর্তারা।

তল্লাশির পর অগ্রগতি বুঝে স্কুলগুলো খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা বিভাগের কর্মকর্তারা।

এর আগে গত রবিবার ভিবগিয়র স্কুলে টানা ১০ ঘণ্টা তাণ্ডব চালায় একটি চিতাবাঘ। এতে আহত হন ছয়জন। পরে চেতনাশক ইনজেকশন দিয়ে বাঘটিকে অজ্ঞান করে আটক করা হয়। জ্ঞান ফেরার পর সেটিকে জাতীয় উদ্যানে ছেড়ে দেওয়া হয়।

ওই ঘটনার পর গত দুই দিনে নতুন করে আবারও চিতাবাঘের সন্ধান পাওয়ার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতেই কর্তৃপক্ষ একযোগে শতাধিক স্কুল বন্ধ ঘোষণা করেন।

/এমপি/