রাস্তায় গরু ছেড়ে দেওয়ায় গুজরাটে এক ব্যক্তির কারাদণ্ড

ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটের একটি আদালত রাস্তায় গরু ছেড়ে দেওয়ার কারণে এক ব্যক্তিকে ছয় মাসের কারাদণ্ডে দণ্ডিত করেছে। প্রকাশ জয়রাম দেশাই নামের ওই ব্যক্তিকে আদালত গরু ছেড়ে দেওয়া ও মানুষের জীবন বিপন্ন করার অভিযোগে দোষী সাব্যস্ত করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ভারতের যেসব রাজ্যে রাস্তায় গরু চলাচল বেড়েছে গুজরাট সেগুলোর একটি। আদালত বলেছে, এই শাস্তি প্রদান করা হয়েছে ন্যায় বিচার জারি করার জন্য। কারণ এমন ঘটনা বেড়ে চলেছে।

ভারতের হিন্দু সম্প্রদায়ের কাছে গরু হলো পবিত্র পশু। গুজরাতসহ ১৮টি রাজ্যে গরু জবাই বেআইনি।

২০১৭ সালে গুজরাট গরু সুরক্ষা আইন কঠোর করে। সংশোধিত আইন অনুসারে, গরু জবাইয়ের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড।

রাস্তায় গরু চলাচলের কারণে যানজট দেখা দিচ্ছে, গরু মানুষকে আহত করছে। আদালতের রায়ে বলা হয়েছে, মালিক রাস্তায় গরু ছেড়ে দেওয়ার কারণে মানুষের প্রাণহানী ঘটছে, অনেকে গুরুতর আহত হচ্ছে।

এই বছরের শুরুতে ভারতের যে কয়টি রাজ্যে গরুর লাম্পি রোগ দেখা দিয়েছিল গুজরাট ছিল সেগুলোর একটি। এই রোগে অনেক গরুর মৃত্যু হয়েছিল। রাজ্য সরকারের তথ্য অনুসারে, ৫ হাজার ৮০০-এর বেশি গরুর মারা যায় এবং আক্রান্তের সংখ্যা ১ লাখ ৭০ হাজার।

এর আগে সরকারি ভবনে গরুর চরে বেড়ানোর একটি ভিডিও ভাইরাল হয়। এই ঘটনায় কর্তৃপক্ষ পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।