তৃণমূলের নির্বাচনি প্রতীক প্রত্যাহারের হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতির

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসকে কার্যত নজিরবিহীন ভর্ৎসনা করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূলের নির্বাচনি প্রতীক ঘাসফুল প্রত্যাহার করানোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শুক্রবার একটি মামলায় নিজের পর্যবেক্ষণে বিচারপতি বলেন, গণতন্ত্র সঠিক লোকের হাতে নেই। সেই প্রসঙ্গেই তৃণমূলের প্রতীক প্রত্যাহারের বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের কাছে বলার হুঁশিয়ারিও দেন তিনি। যদিও গোটা বিষয়টি বিচারপতির পর্যবেক্ষণ, এই নিয়ে কোনও নির্দেশ তিনি দেননি। এদিন আদালতে সুপার নিউমেরারি পদ নিয়ে বিচারপতি প্রশ্ন তোলেন, কেন অতিরিক্ত খরচ করবে রাজ্য?

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, কেন রাজ্য সরকার এই সিদ্ধান্ত নেবে? রাজ্য সরকার কি এই অতিরিক্ত ব্যয় বহন করবে? এরপরই তিনি বলেন, তার ক্ষমতা রয়েছে। তিনি ভাবছেন নির্বাচন কমিশনের কাছে চিঠি লিখে তৃণমূলের কংগ্রেসের প্রতীক প্রত্যাহার করার জন্য বলবেন। এমনকী তৃণমূল কংগ্রেসের দলের মান্যতা আদৌ আছে কি না, সেই বিষয়টিও তিনি নির্বাচন কমিশনের কাছে জানতে চাইতে পারেন। যদিও গোটা বিষয়টি পর্যবেক্ষণের পর্যায়েই রয়েছে।

আইনি বিশেষজ্ঞরা বলছেন, জাতীয় নির্বাচন কমিশনের কাছে যে কেউ অভিযোগ করতে পারেন। যে কোনও দলের সম্পর্কে অভিযোগ করা যেতে পারে। অতীতে নির্বাচন কমিশনের এমন তোপের মুখে অনেক সংগঠনই পড়েছিল। বিভিন্ন অভিযোগের ভিত্তিতে দলের প্রতীক কেড়ে নেওয়ার ঘটনাও ঘটেছিল। এই গোটা বিষয়টি নির্ভর করে নির্বাচন কমিশনের ওপর।

কমিশন একটি স্বতন্ত্র ও স্বাধীন সংস্থা। অতীতে এমন ধরনের বিভিন্ন মামলার ক্ষেত্রে দেখা গেছে, বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালেও, শেষ পর্যন্ত শীর্ষ আদালত এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছেই ছেড়ে দেওয়া হয়েছিল।