ভারতের অরুণাচল প্রদেশের তাওয়াং সীমান্তে সম্প্রতি ভারতীয় ও চীনা বাহিনীর মধ্যে সংঘর্ষের ঘটনা সংবাদমাধ্যমগুলোর নজর কাড়ে। ২০২০ সালের পর দুই দেশের মধ্যে এ ধরনের সংঘাত এটিই প্রথম। মঙ্গলবার বিষয়টি নিয়ে কথা বলেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি বলেন, সেদিন তার দেশের সেনারা চীনা বাহিনীকে ভারতীয় ভূখণ্ডে প্রবেশে বাধা দিয়েছিল। আর এর জেরে ছোটখাটো যে সংঘর্ষের ঘটনা ঘটেছে তাতে উভয়পক্ষেই আহতের ঘটনা ঘটেছে।
দুই দেশের মধ্যে এই সীমান্ত সংঘর্ষের ঘটনা ঘটে গত ৯ ডিসেম্বর (শুক্রবার)। এরপর ১২ ডিসেম্বর (সোমবার) রাতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়। এতে বলা হয়, তাওয়াং সেক্টরের ওই সংঘাতে কিছু ‘ছোটখাটো আঘাতের’ ঘটনা ঘটেছে।
এদিকে মঙ্গলবার চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের একজন মুখপাত্র বলেছেন, চীনা সীমান্তরক্ষীদের নিয়মিত টহল আটকে দিতে ভারতীয় সেনারা অবৈধভাবে লাইন অতিক্রম করেছে।
তিনি বলেন, ‘আমরা ভারতীয়পক্ষকে ফ্রন্টলাইনের সেনাদের কঠোরভাবে নিয়ন্ত্রণ ও সংযত করা এবং সীমান্তে শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে চীনের সঙ্গে কাজ করার আহ্বান জানাই।’
ভারতের একটি প্রতিরক্ষা সূত্র রয়টার্সকে জানিয়েছে, উভয়পক্ষের টহলরত দলগুলো সেখানকার একটি চূড়ায় পরস্পরের মুখোমুখি হয়। এ সময় সেখানে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কিছু সেনা পাথুরে পৃষ্ঠে পড়ে আহত হয়।
রাজনাথ সিং বলেছেন, এ ঘটনায় উভয়পক্ষের কয়েকজন আহত হয়েছে। তবে ভারতপক্ষে গুরুতর হতাহতের ঘটনা ঘটেনি। সূত্র: রয়টার্স।