রাহুল গান্ধীর পদযাত্রার আগেই জোড়া বিস্ফোরণে কাঁপলো কাশ্মীর

ভারতের জম্মু-কাশ্মীরে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন। কংগ্রেসের নেতা রাহুল গান্ধীর জড়ো যাত্রার মধ্যেই বিস্ফোরণ ঘটলো। এতে নতুন করে নিরাপত্তার উদ্বেগ বাড়ছে কেন্দ্র শাসিত কাশ্মীরে।

শনিবার (২১ জানুয়ারি) সকালে জোড়া বিস্ফোরণে কেঁপে ওঠে জম্মুর নারওয়াল এলাকা। পুলিশ সূত্রে জানা গেছে, পরপর দুটি বিস্ফোরণ ঘটে ওই এলাকায়। এই ঘটনায় আহত হন ৬ জন।

পুলিশের অতিরিক্ত মহাপরিচালক মুকেশ সিং বলেছেন, জম্মুর নারওয়াল এলাকায় জোড়া বিস্ফোরণে ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এলাকাটি ঘিরে রাখা হয়েছে এবং অন্যান্য পুলিশ কর্মীদের সঙ্গেই পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন এবং তদন্ত চলছে।’

এ ঘটনার সঙ্গে এখনও সন্দেহভাজন কাউকে আটক করা যায়নি।

গত ৭ সেপ্টেম্বর রাহুল গান্ধীর নেতৃত্বে কন্যাকুমারী থেকে ‘ভারত জড়ো যাত্রা’ শুরু হয়েছে। বিভিন্ন রাজ্য ঘুরে বৃহস্পতিবার এই যাত্রা জম্মু ও কাশ্মীরে পৌঁছায়। শনিবার এনডিটিভির প্রতিবেদেন এসেছে, রাহুল গান্ধীর যাত্রা বর্তমানে জম্মু থেকে ৬০ কিলোমিটার দূরে চাদওয়ালে রয়েছে।