কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মমতা

কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়, অরূপ বিশ্বাস সিদ্দিকুল্লা চৌধুরী, সুজিত বোস, বিধাননগরের সাবেক মেয়র সব্যসাচী দত্ত, বর্তমান মেয়র কৃষ্ণ চক্রবর্তী এবং গিল্ডের কর্মকর্তারা। এছাড়া বিভিন্ন দেশ থেকে আগত অতিথিরা উপস্থিত ছিলেন বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে। 

যে হাতুড়ি দিয়ে উদ্বোধন করছিলেন মমতা সেই হাতুড়ি খুলে যায়

এবার বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে আজীবন সম্মাননায় ভূষিত করা হয়। অবশ্য বইমেলার উদ্বোধনের সময় সামান্য বিপত্তি ঘটে। যে হাতুড়ি দিয়ে উদ্বোধন করছিলেন মমতা সেই হাতুড়ি খুলে যায়। পরে অবশ্য মুখ্যমন্ত্রী হাতুড়ি ঠিক করে ফের উদ্বোধন করেন। অন্যদিকে তিনি কয়টি বই লিখেছেন তিনি মঞ্চে বলার সময়ও খেলেন হোঁচট। পরে অবশ্য প্রকাশকরা মনে করিয়ে দিলে তিনি বলেন, ১২৮ টি বই ইতোমধ্যে প্রকাশ হয়েছে। আরও বেশ কয়েকটি বই প্রকাশ হবে।

পরে অবশ্য মুখ্যমন্ত্রী হাতুড়ি ঠিক করে ফের উদ্বোধন করেন

অন্যদিকে এদিন গিল্ড কর্মকর্তাদের দিল্লিতে বইমেলা করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সেই মেলার খরচ বহন করবে সরকার এবং সেই মেলায় জেলায় সব প্রকাশকদের স্থান দেওয়া হবে।

এছাড়া কুৎসার অবসান ঘটিয়ে শান্তি ফেরানোর কথা আবারও বললেন মমতা বইমেলার মঞ্চ থেকে। অন্যদিকে বিভিন্ন রাজ্য থেকে বইমেলা দেখতে মানুষ উপস্থিত হয়েছে, এটা বইমেলার সাফল্য হিসেবেও মনে করিয়ে দেন তিনি।

এই প্রথম নিজস্ব মাঠ পেয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। মোট ৯টা গেট হচ্ছে মেলাপ্রাঙ্গণে। রয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। ৪৬তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি স্পেন। ইতোপূর্বে ২০০৬ সালে বইমেলার থিম কান্ট্রি ছিল ইউরোপের এই দেশটি। এবার স্পেন ছাড়াও বইমেলায় থাকছে লাতিন আমেরিকা, ইউরোপ ও এশিয়ার বহু দেশ।