সাড়ে ১১ লাখ টাকার চুল গায়েব!

nonameভারতের অন্ধ্রপ্রদেশের বিখ্যাত বরাহ লক্ষ্মী নরসিংহ স্বামী মন্দির। এই মন্দিরে ভগবানের কাছে অর্পণ করা ভক্তদের বিপুল পরিমাণ চুল চুরি হয়ে গেছে। ধারণা করা হচ্ছে, মন্দিরের ভেতরের কেউ ওই চুলগুলো চুরি করেছে। চুরি যাওয়া এসব চুলের বাজারদর ১০ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ১১ লাখ ৪৯ হাজার ৭৪৩ টাকা।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, মন্দির চত্বর থেকে ১০ ব্যাগ চুল চুরি করে পালিয়ে যান এক ব্যক্তি। ওই চুলের সম্ভাব্য মূল্য প্রায় ১০ লাখ রুপি। দড়ি দিয়ে মন্দিরের স্টোর রুমে ঢুকে দরজার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে চুল চোর।
এই মন্দিরে ভক্তরা তাদের চুল ভগবানের কাছে অর্পণ করেন। পুরো ভারতের নানা প্রান্ত থেকে আসা ভক্তদের চুলগুলো যত্ন করে রাখা হয় মন্দিরের কেশশালায়। এসব চুল পরে নিলামে বিক্রি হয়।
মন্দিরের প্রধান জানিয়েছেন, ১৫ ব্যাগ চুলের মধ্যে থেকে ১০টা ব্যাগ চুরি গেছে। চুরির ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।
/এমপি/