নেহেরু বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারের ওয়েবসাইট হ্যাকড

জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) কেন্দ্রীয় গ্রন্থাগারের ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় ‘ব্ল্যাক ড্রাগন’ নামের একটি হ্যাকার গ্রুপ সাইটটি হ্যাক করেছে বলে মনে করা হচ্ছে।
গুগলে ‘জেএনইউ সেন্ট্রাল লাইব্রেরি’ লিখে সার্চ দিলে সেখানে লেখা আসছে- ‘হ্যাকড বাই ব্ল্যাক ড্রাগন’।
জেএনইউ ওয়েবসাইট হ্যাকডমঙ্গলবার মধ্যরাতের পরও ওয়েবসাইটটি খুঁজে পাওয়া যায়নি।
এই হ্যাকার গ্রুপটি ভারতে বিভিন্ন ধরণের সাইবার হামলার সঙ্গে যুক্ত বলে অভিযোগ আছে।
গত ৯ ফেব্রুয়ারি ছিল ভারতের পার্লামেন্টে হামলার দায়ে দোষী সাব্যস্ত আফজাল গুরুকে ২০১৩ সালে ফাঁসিতে ঝোলানোর বর্ষপূর্তি। এদিন নেহেরু বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী আফজাল গুরুকে ফাঁসিতে ঝোলানোর বিরুদ্ধে স্লোগান দেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় প্রবল আপত্তি জানিয়ে বসন্ত কুঞ্জ (উত্তর) থানায় ভারতীয় দ্ণ্ডবিধির ১২৪ এ (দেশদ্রোহিতা) ও ১২০ বি (ফৌজদারি চক্রান্ত) মামলা দায়ের করেন বিজেপি নেতা মহেশ গিরি ও বিজেপির ছাত্র শাখা এবিভিপি। এরপর বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতির প্রেসিডেন্ট কানহাইয়া কুমারকে গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের প্রতিবাদে সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে।
/এনএস/এজে/