হুগলি নদীতে ডুবলো বাংলাদেশি বার্জ

ভারতের দক্ষিণ চব্বিশ পরগনায় হুগলি নদীতে তলিয়ে গেছে বাংলাদেশের একটি বার্জ। কুলপি থানার নিশ্চিন্তপুরের পয়লা নং এলাকায় শনিবার এ দুর্ঘটনা ঘটে। বার্জের ১০ আরোহীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কুলপী থানার পুলিশ বাহিনী ও সিভিল ডিফেন্স টিম। এ সময় ডুবে যাওয়া বার্জ দেখতে বহু মানুষ ভিড় জমায় নদীতীরে। পরে ঘটনাস্থলে উপস্থিত হন কুলপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাপি রায় ও মন্দিরবাজার এসডিপিও বিশ্বজিৎ নস্কর।

জানা যায়, বার্জটি শুক্রবার রাতে কলকাতা থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দেয়। ডুবে যাওয়া জাহাজের এক নাবিক ও স্থানীয়রা জানায়, ঘন কুয়াশার কারণে অন্য একটি বার্জের সঙ্গে ধাক্কা লেগে বার্জটির তলা ফুটো হয়ে যায়। 

এমভি রাফসান হাবিব থ্রি নামের ওই বার্জে একজন ভারতীয় নাবিকসহ ৯ কর্মচারী ছিলেন। স্থানীয়রা বার্জের সব আরোহীকে উদ্ধার করেন। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে তাদের হাসপাতালে পাঠানো হয়।

এসডিপিও বিশ্বজিৎ নস্কর জানান, তদন্তের পরই বার্জটির ডুবে যাওয়ার সঠিক কারণ জানানো সম্ভব হবে।