মেঘালয়ে বিধানসভার ভোট চলছে, ফল ঘোষণা ২ মার্চ

ভারতের মেঘালয় রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোট চলছে। ৬০ আসনের মধ্যে সোমবার ৫৯ আসনে ভোট দিচ্ছেন ২১ লাখ ৬ হাজারের বেশি মানুষ।

এবারের নির্বাচনে ৫৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬৯ জন প্রার্থী। শাসক দল ন্যাশনাল পিপলস পার্টি ক্ষমতা ধরে রাখার জন্য লড়াই করবে, অন্যদিকে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস তাদের ক্ষমতাচ্যুত করার চেষ্টা করবে।

প্রধান নির্বাচনি কর্মকর্তা এফ আর খারকংগর বলেন, ‘একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ৩ হাজার ৪১৯টি বুথে ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত। ৬৪০টি ভোটকেন্দ্রকে ‘অরক্ষিত’ এবং ৩২৩টিকে ‘সঙ্কটজনক’ হিসেবে বিবেচনা করা হয়েছে।’

নির্বাচনে ৩৬৯ প্রার্থীর মধ্যে ৩৬ জনই নারী। কংগ্রেসের পক্ষ থেকে সর্বোচ্চ ১০ জন নারীকে মনোনয়ন দেওয়া হয়েছে। গত পাঁচ বছর ধরে ক্ষমতাসীন জোটের নেতৃত্ব দিচ্ছে এনপিপি। তাদের মূল লড়াই হবে সাবেক মিত্র বিজেপি, বিরোধী টিএমসি এবং অন্যান্য আঞ্চলিক দল যেমন ইউনাইটেড ডেমোক্রেটিক পার্টি এবং পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের বিরুদ্ধে।

ক্ষমতাসীন এনপিপি ৫৬ আসনে প্রার্থী দিয়েছে। যেখানে কংগ্রেস এবং বিজেপি ৫৯টিতে প্রতিদ্বন্দ্বিতা করছে। টিএমসি ৫৭টি আসনে প্রার্থী দিয়েছে।

আগামী ২ মার্চ নির্বাচনের ফল ঘোষণা করা হবে। সূত্র: এনডিটিভি