X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

গাজা যুদ্ধবিরতি প্রস্তাবে ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে সাড়া দিয়েছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুলাই ২০২৫, ১১:৪৩আপডেট : ০৫ জুলাই ২০২৫, ১১:৫৪

হামাস বলেছে, তারা শুক্রবার (৪ জুলাই) একটি যুক্তরাষ্ট্র-সমর্থিত গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ‘ইতিবাচক মনোভাব’ নিয়ে সাড়া দিয়েছে। এই চুক্তি বাস্তবায়নের জন্য আলোচনায় অংশ নিতে প্রস্তুত তারা। এই প্রস্তাবের আওতায় জিম্মি মুক্তি এবং সংঘাতের অবসান নিয়ে আলোচনা হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ও হামাসের মধ্যে প্রায় ২১ মাস ধরে চলা যুদ্ধ বন্ধে ‘চূড়ান্ত প্রস্তাব’ হিসেবে ৬০ দিনের যুদ্ধবিরতির পরিকল্পনা ঘোষণা করেন। ট্রাম্প বলেন, তিনি শিগগিরই সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছ থেকে সাড়া আশা করছেন।

হামাস তার অফিসিয়াল ওয়েবসাইটে লিখেছে, ‘হামাস আন্দোলন অভ্যন্তরীণ পরামর্শ ও অন্যান্য ফিলিস্তিনি দল ও গোষ্ঠীর সঙ্গে আলোচনার পর মধ্যস্থতাকারীদের সর্বশেষ প্রস্তাব নিয়ে সিদ্ধান্তে পৌঁছেছে, যার লক্ষ্য আমাদের জনগণের ওপর চলমান আগ্রাসন থামানো।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘হামাস পূর্ণ আন্তরিকতায় এই কাঠামো বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনার নতুন পর্যায়ে প্রবেশ করতে সম্পূর্ণরূপে প্রস্তুত।’

তবে উভয় পক্ষের মধ্যে চ্যালেঞ্জ এখনও অব্যাহত। হামাসের ঘনিষ্ঠ একটি সশস্ত্র গোষ্ঠীর এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, ‘মানবিক সহায়তা, মিসরের রাফা সীমান্ত পারাপার এবং ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময়সূচি নিয়ে এখনও উদ্বেগ রয়ে গেছে।’

মঙ্গলবার ট্রাম্প বলেছিলেন, ইসরায়েল ৬০ দিনের যুদ্ধবিরতির জন্য ‘প্রয়োজনীয় শর্তগুলোতে’ সম্মত হয়েছে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে সাক্ষাৎ করবেন। এখনও এই ঘোষণায় প্রকাশ্যে মন্তব্য করেননি।

দুই পক্ষের প্রকাশ্য বক্তব্যে এখনও মতপার্থক্য স্পষ্ট। নেতানিয়াহু বারবার বলেছেন, হামাসকে নিরস্ত্রীকরণ করতে হবে।

ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, ইসরায়েল হামাসের প্রতিক্রিয়া পেয়েছে এবং তারা সেটি পর্যালোচনা করছে।

তবে একজন মিশরীয় নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে বলেন, তারা হামাসের প্রতিক্রিয়া পর্যালোচনা করেছে এবং তারা ‘একটি চুক্তির কাছাকাছি’ রয়েছে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে। তবে হামাসের কিছু দাবি নিয়ে এখনও কাজ করা বাকি।

ট্রাম্প বলেছেন, গাজায় যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা নিয়ে তিনি নেতানিয়াহুর ওপর ‘অত্যন্ত কঠোর’ হবেন। যদিও উল্লেখ করেছেন যে নেতানিয়াহুও একটি চুক্তি চান।

/এস/
সম্পর্কিত
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধে রাজি নয় ইরান: ট্রাম্প
রোমের পেট্রোল স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, আহত ৪৫
আলোচিত বিগ বিউটিফুল বিলে সই করলেন ট্রাম্প
সর্বশেষ খবর
রাঙ্গুনিয়ার আইয়ুব বাহিনীর প্রধানসহ ২ জন গ্রেফতার
রাঙ্গুনিয়ার আইয়ুব বাহিনীর প্রধানসহ ২ জন গ্রেফতার
‘নির্বাচনের আগে আ.লীগের নিষেধাজ্ঞা উঠবে কিনা, সেটা সরকারের পলিসির বিষয়’
‘নির্বাচনের আগে আ.লীগের নিষেধাজ্ঞা উঠবে কিনা, সেটা সরকারের পলিসির বিষয়’
মুরাদনগরে তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২
মুরাদনগরে তিন জনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার ২
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি: ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা আমিরকে গুলি: ৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ
সর্বাধিক পঠিত
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
৯ ধরনের মামলার আগে মধ্যস্থতার বাধ্যবাধকতা: বিচারপ্রার্থীদের ভোগান্তি কমবে?
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
দেশের এই পরিস্থিতিতে কীসের নির্বাচন: জামায়াত আমির
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
আই উইল বি আ মাদার: জায়েদ খানকে তিশা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম