ভারতের হিন্দু মন্দিরে মুসলিম বিয়ে

ভারতে ধর্মীয় সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছেন এক নবদম্পতি। তারা হিন্দু মন্দির প্রাঙ্গণে ইসলামিক বিয়ের রীতি অনুযায়ী গাঁটছড়া বেঁধেছেন। ঘটনাটি সিমলা জেলার রামপুরের।

বিশ্ব হিন্দু পরিষদ পরিচালিত ঠাকুর সত্যনারায়ণ মন্দির চত্বরে এই বিয়ে হয়। মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের লোকজন একত্রিত হয়ে মন্দিরে মুসলিম দম্পতির বিয়ের অনুষ্ঠান উপভোগ করেন। একজন মৌলভী, একজন আইনজীবী এবং সাক্ষীদের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হয়।

আয়োজকরা জানান, মন্দির প্রাঙ্গণে বিয়ের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়া। বিশ্ব হিন্দু পরিষদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের জেলা কার্যালয় হচ্ছে এই সত্যনারায়ণ মন্দির কমপ্লেক্স।

ঠাকুর সত্যনারায়ণ টেম্পল ট্রাস্ট রামপুরের সাধারণ সম্পাদক বিনয় শর্মা বলেন, ‘বিশ্ব হিন্দু পরিষদ এবং আরএসএসকে প্রায়ই মুসলিমবিরোধী বলে অভিযুক্ত করা হয়। কিন্তু দেখেন, এখানে এক মুসলিম দম্পতির বিয়ে হয়েছে। আসলে সনাতন ধর্ম সবসময় সবাইকে এক থাকার প্রেরণা দেয়।’

কনের বাবা মহেন্দ্র সিং মালিক বলেন, ‘মেয়ের বিয়ে হয়েছে রামপুরের সত্যনারায়ণ মন্দির কমপ্লেক্সে। স্থানীয়দের পাশাপাশি মন্দির ট্রাস্ট দারুণ সহযোগিতা করেছে।’

তিনি বলেন, ‘এর মাধ্যমে রামপুরবাসীর মধ্যে ভ্রাতৃত্বের বার্তা উদাহরণ সৃষ্টি করেছে।

মেয়ে ও মেয়ের স্বামী সিভিল ইঞ্জিনিয়ার জানিয়ে মালিক আরও বলেন, পারস্পরিক ভ্রাতৃত্ব যেন নষ্ট না হয়, সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে।’ সূত্র: এনডিটিভি