রক্তে লেখা চিঠিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে ফসল পোড়ালেন কৃষক

ভারতে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের ওপর বিরক্ত হয়ে নিজের পেঁয়াজের ক্ষেতে আগুন ধরিয়ে দিয়েছেন এক কৃষক। উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত না করায় ভীষণ ক্ষুব্ধ ছিলেন তিনি। মহারাষ্ট্রের নাসিক জেলার এ ঘটনা ঘটে।

কৃষকের নাম কৃষ্ণ ডোংরে। গত কয়েক মাস ধরে দেড় একর জমিতে পেঁয়াজ আবাদ করেছিলেন তিনি।

এনডিটিভিকে কৃষ্ণ বলেন, ‘চার মাসে এই ফসলের জন্য দেড় লাখ রুপি খরচ করি। এগুলো  বাজারে পরিবহন করতে আরও ৩০ হাজার রুপি লাগবে। অথচ বর্তমান দামে এই পেঁয়াজের মূল্য মাত্র ২৫ হাজার রুপি।’

কৃষ্ণ আরও বলেন, ‘দেড় একর জমিতে এই পেঁয়াজ চাষ করার জন্য চার মাস দিনরাত পরিশ্রম করেছি। রাজ্য ও কেন্দ্র সরকারের ভুলের কারণে এসব পোড়াতে বাধ্য হয়েছি৷ রাজ্য ও কেন্দ্রের কৃষকদের পাশে তাদের দাঁড়ানোর কথা ভাবা উচিত।’

কৃষ্ণ ডোংরে দাবি করেছেন যে রাজ্য সরকারের কেউ তাদের কাছে আসেনি।

তিনি বলেন, ‘তারা কোনও সহানুভূতিও দেখায়নি। কেউ আমাকে বাধা দিতেও আসেনি।’

পেঁয়াজ পোড়ানোর আয়োজনে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডেকে রক্ত ​​দিয়ে একটি চিঠি আমন্ত্রণ জানিয়েছিলেন কৃষ্ণ। তার উদ্দেশ্য ছিল, কৃষকদের বেহাল দশা যেন মন্ত্রী নিজের চোখে দেখতে পাবেন। সূত্র: এনডিটিভি