‘আত্মসমর্পণ করবো না’, ইউটিউব লাইভে অমৃতপাল

ভারতের আলোচিত উগ্র শিখ প্রচারক অমৃতপাল সিং আত্মসমর্পন করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছে। ইউটিউব লাইভে বৃহস্পতিবার অমৃতপাল জানান, তিনি পালিয়ে বেড়াচ্ছেন না, আত্মসমর্পনও করবেন না। এর আগের দিনও একটি ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন অমৃতপাল। তাকে ধরতে গত ১৩ দিন ধরে হন্যে হয়ে ঘুরছে পুলিশ।

৩০ বছর বয়সী বিচ্ছিন্নতাবাদী অমৃতপাল শিখ ‘সন্ত্রাসী’ জার্নাইল সিং ভিন্দ্রানওয়ালের আদলে মতো করে চলেফেরা করেন। প্রায় তিন সপ্তাহ আগে তিনি এবং তার সমর্থকরা একজন গ্রেফতার সদস্যকে ছিনিয়ে নিতে অমৃতসরের কাছে আজনালা থানায় হামলা চালায়। এরপর ১৮ মার্চ খালিস্তানপন্থি ‘ওয়ারিস পাঞ্জাব দে’ সংগঠনের সদস্যদের বিরুদ্ধে অভিযানে নামে পুলিশ। সেই থেকে নিখোঁজ অমৃতপাল।

অকাল তখতের জথেদার (শিখদের সর্বোচ্চ অস্থায়ী আসন) পলাতক অমৃতপাল সিংকে পুলিশের কাছে আত্মসমর্পণের পর তদন্তে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

কিভাবে অমৃতপাল সিং বারবার পালিয়ে যায় তা নিয়ে পাঞ্জাব পুলিশকে গত সপ্তাহে তিরস্কার করেছে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট।

হাইকোর্ট পাঞ্জাব সরকারের কাছে জানতে চায়, আপনার ৮০ হাজার পুলিশ আছে। তারা কি করছিল। অমৃতপাল সিং কিভাবে পালিয়ে গেল?

পাঞ্জাব সরকার মঙ্গলবার পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টকে জানায়, অল্প কিছু দিনের মধ্যে ধরা পড়বে অমৃতপাল সিং।

অমৃতপাল সিংয়ের সঙ্গে তার প্রধান সহযোগী পাপালপ্রীত সিংয়ের একটি নতুন ছবি সোমবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়। কর্মকর্তারা জানিয়েছেন, কট্টরপন্থী শিখ প্রচারকের বিরুদ্ধে পুলিশের অভিযান শুরু হওয়ার একদিন পর ছবিটি তোলা হয়েছে।

সরকারি সূত্র মতে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং বিদেশে অবস্থিত কিছু সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন অমৃতপাল সিং।  

অমৃতপাল সিং এবং তার সহযোগীদের বিরুদ্ধে বৈষম্য ছড়ানো, খুনের চেষ্টা, পুলিশ কর্মীদের ওপর হামলা এবং সরকারি কর্মচারীদের আইনানুগ দায়িত্ব পালনে বাধা সৃষ্টির মতো একাধিক ফৌজদারি মামলার অভিযোগ আনা হয়েছে। সূত্র: এনডিটিভি