করোনা: ভারতে ২৪ ঘণ্টায় ১০ হাজারের বেশি মানুষ আক্রান্ত

ভারতে করোনা সংক্রমণ বাড়ছেই। বৃহস্পতিবার দেশটিতে ১০ হাজারের বেশি মানুষের শরীরে শনাক্ত হয়েছে করোনা। একদিন আগে বুধবার করোনা শনাক্ত হয়েছিল ৭ হাজার ৮৩০ জনের শরীরে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশে এখন মোট আক্রান্তের সংখ্যা ৪৪ হাজার ৯৯৮ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট অনুসারে, দেশব্যাপী করোনা থেকে সেরে ওঠাদের হার ৯৮ দশমিক ৭১ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ১৯ শতাংশ রেকর্ড হয়েছে।

সরকারি সূত্র বুধবার জানায়, ভারতে স্থানীয় পর্যায়ে প্রবেশ করেছে করোনা। আগামী ১০ থেকে ১২ দিন সংক্রমণ বাড়তে থাকবে, তারপর কমে যাবে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ওমিক্রনের এক্সবিবি.১.১৬ সাবভেরিয়েন্টটি এখন ভারতে তাণ্ডব চালাচ্ছে। তবে এতে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ভ্যাকসিন এই সাবভেরিয়েন্টের বিরুদ্ধে কার্যকর।    

বিভিন্ন সূত্রের বরাতে এনডিটিভি বলেছে, সাবভেরিয়েন্টের প্রকোপ ফেব্রুয়ারিতে ২১ দশমিক ৬ থেকে মার্চে ৩৫ দশমিক ৮ শতাংশে পৌঁছেছে। সূত্র: এনডিটিভি