দিল্লিতে ১৭ বছর পর অপহৃত নারীর সন্ধান

১৭ বছর আগে ২০০৬ সালে অপহৃত হয়েছিল মেয়েটি। তখন তার বয়স ছিল ১৫। চলতি বছরের ২২ মে যখন মেয়েটিকে উদ্ধার করা হয় তখন সে ৩২ বছরের এক নারী। দিল্লি পুলিশ বৃহস্পতিবার এসব জানায়।

ডিসিপি শাহদারা রোহিত মীনার বলেন, ‘২২ মে গোপন তথ্যের ভিত্তিতে সীমাপুরী থানার একটি দল ১৭ বছর আগে অপহৃত মেয়েটিকে খুঁজে পায় দিল্লির গোকালপুরিতে’।

রোহিত মীনার জানান, মেয়েটির বাবা-মা ২০০৬ সালে দিল্লির গোকুলপুরি থানায় আইপিসি ৩৬৩ ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করেছিলেন।

তিনি বলেন, ‘ তদন্তে জানা যায়, মেয়েটি বাড়ি ছাড়ার পর দীপক নামে এক ব্যক্তির সঙ্গে উত্তর প্রদেশের বালিয়া জেলার চরদিহ গ্রামে বসবাস করতো। করোনার লকডাউনে দীপকের সঙ্গে মনোমালিন্য হলে দিল্লির গোকালপুরির একটি ভাড়া বাসায় মেয়েটি থাকা শুরু করে। সেখান থেকেই তাকে উদ্ধার করে পুলিশ’।

ডিসিপি শাহদারা রোহিত মীনা জানান, ২০২৩ সালের এ পর্যন্ত শাহদারা জেলা থেকে ১১৬ অপহৃত ব্যক্তিসহ ৩০১ জন নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে।

সূত্র: এনডিটিভি