সেলফি তুলতে গিয়ে জলাধারে ফোন, সেচা হলো ২০ লাখ লিটার পানি

বন্ধুদের সঙ্গে সেলফি তোলার সময় হঠাৎ পানিতে পড়ে যায় ভারতীয় সরকারি কর্মকর্তা রাজেশ বিশ্বাসের ফোন। আর এই ফোন তুলতে পুরো জলাধার সেচার নির্দেশ দিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে সম্প্রতি ছত্তিশগড়ের খেরকাট্টায়।

বিবিসির প্রতিবেদনে জানা গেছে, ছত্তিশগড়ের খেরকাট্টা জলাধারের পাশে বন্ধুদের সঙ্গে ছবি তোলার সময় রাজেশ বিশ্বাসের ফোনটি পানিতে পড়ে যায়। যার দাম প্রায় এক লাখ টাকা। মোবাইল উদ্ধারে ডুবুরিদের নির্দেশ দেন তিনি। কিন্তু তন্ন তন্ন করে খোঁজে ব্যর্থ হন তারা। ক্ষমতার বলে ৪ মিটার গভীর জলাধারের পানি সরিয়ে ফেলার নির্দেশ দেন।

২০ লাখ লিটার পানি অপসারণে সময় লেগেছে তিনদিন। পরে অচল অবস্থায় উদ্ধার করা হয় ফোনটি। যা দিয়ে প্রায় ৬০৭ হেক্টর কৃষি জমিতে সেচ দেওয়া যেতো।

এমন অভিযোগ পাওয়ার পর গত বৃহস্পতিবার জলসম্পদ বিভাগের এক কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করে পাম্পগুলো বন্ধের নির্দেশ দেন। তবে রাজেশ দাবি করেছেন, ফোনটিতে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য থাকায় উদ্ধারের প্রয়োজন হয়। সরকারি ক্ষমতার অপ্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, 'ওই জলধারের পানি নিষ্কাশনে সংশ্লিষ্ট একজন কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি পেয়েছিলাম।' 

এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে উচ্চপর্যায়ে। কারণ বের না হওয়া পর্যন্ত তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সূত্র: বিবিসি