আসামে বন্যা: প্লাবিত ১১ জেলা, আক্রান্ত ৩৮ হাজার মানুষ

গত কয়েকদিনের প্রবল বৃষ্টিতে বছরের প্রথম বন্যার কবলে পড়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য আসাম। টানা বৃষ্টিতে ইতোমধ্যে প্লাবিত হয়েছে রাজ্যের ১১ জেলা। এতে চরম দুর্ভোগে পড়েছেন ৩৮ হাজারের বেশি মানুষ।   

আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (এএসডিএমএ) জানায়, ব্রহ্মপুত্রসহ বেশিরভাগ নদীর বিভিন্ন স্থানে পানির স্তর বাড়ছে। তবে কোনোটিই বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে না।

ক্ষতিগ্রস্ত জেলার মধ্যে রয়েছে বিশ্বনাথ, দারাং, ধেমাজি, ডিব্রুগড়, লখিমপুর, তামুলপুর এবং উদালগুড়ি।

লখিমপুরে ২৩ হাজার ৫১৬ জনেরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছে, ডিব্রুগড়ে ৩ হাজার ৮৫৭ জন, দাররাং-এ ২ হাজার ৩১ জন, বিশ্বনাথে ২ হাজার ২৩১ জন এবং ধেমাজি জেলায় এক হাজার ৮৫ জন আক্রান্ত হয়েছেন।

এএসডিএমএ বলছে, লখিমপুরে ৮টি এবং উদালগুড়িতে ২টিসহ রাজ্যে মোট ১১টি ত্রাণ বিতরণ কেন্দ্র স্থাপন করা হয়েছে। ৭৭টি গ্রাম বন্যার কারণে প্রভাবিত হয়েছে। রাজ্যজুড়ে ২০৯ দশমিক ৬৭ হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া পানির তোড়ে লখিমপুর ও উদালগুড়িতে দুটি করে চারটি বাঁধ ভেঙে গেছে।

বিশ্বনাথ, বোঙ্গাইগাঁও, ডিব্রুগড়, গোলাঘাট, জোড়হাট, কার্বি আংলং পশ্চিম, লখিমপুর, মরিগাঁও, নলবাড়ি, সোনিতপুর, তামুলপুর এবং উদালগুড়ি জেলা থেকে ব্যাপক ভূমি ধসের খবর পাওয়া গেছে বলেও জানিয়েছে এএসডিএমএ।

ভারী বৃষ্টিপাতের কারণে ডিমা হাসাও এবং কামরুপ জেলার কিছু অংশেও ভূমিধসের খবর পাওয়া গেছে।

সূত্র: এনডিটিভি