গরমে নাকাল উত্তর প্রদেশ, ৭২ ঘণ্টায় ৫৪ মৃত্যু

গরমের দাপট কমছে না ভারতে। ক্যালেন্ডারের পাতায় বর্ষা চলে আসলেও তাপদাহ থেকে রক্ষা মিলছে না সাধারণ মানুষের। গরমে ত্রাহি অবস্থা শিশুদের পাশাপাশি বয়স্কদেরও। হাসপাতালে বাড়ছে রোগীদের চাপ। গত ৭২ ঘণ্টায় উত্তর প্রদেশের বালিয়া জেলায় ৫৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নতুন করে হাসপাতালে ভর্তি ৪০০ জন।

চিকিৎসকরা বলছেন, তাদের মৃত্যুর কারণ ভিন্ন ভিন্ন হয়ে থাকলেও মূল কারণ হতে পারে তাপদাহ। প্রচণ্ড গরমে হাসপাতালে ভর্তি বাড়ছে। তাপপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরপ্রদেশে। অধিকাংশ জায়গায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপর।

হাসপাতালে ভর্তি বাড়তে থাকায় সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারও তীব্র জ্বর, বমি, ডায়েরিয়াসহ অনেক উপসর্গ রয়েছে।

বালিয়া জেলা হাসপাতাল কর্তৃপক্ষ এসকে যাদব জানিয়েছেন, গত ১৫ জুন মারা গেছেন ১৩ জন, ২০ জনের মৃত্যু হয়েছে পরের দিন।

তাপ থেকে রক্ষায় সাধারণ মানুষকে ছায়াঘেরা স্থান দিয়ে চলাচলের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। জরুরি প্রয়োজন ছাড়া বয়স্কদের ঘর থেকে বের না হতে বলছেন তারা। পরিস্থিতি কবে নাগাদ স্বাভাবিক হবে জানায়নি আবহাওয়া কর্তৃপক্ষ।