যিশু ছিলেন তামিল হিন্দু!

যিশু খ্রিস্ট তামিল হিন্দু ছিলেন; এমন দাবি নিয়ে লেখা এক বিতর্কিত বই আবারও প্রকাশ করতে যাচ্ছেন হিন্দুত্ববাদী আদর্শের প্রবর্তক ভি.ডি.সাবারকার। ৭০ বছর পর পুনরায় প্রকাশ হতে যাওয়া ওই বইয়ের লেখক গনেশ সাবাকার। তিনি ভি.ডি.সাবাকারের বড় ভাই।

মারাঠা ভাষায় লিখিত বইটি পুনরায় প্রকাশ করছে সাবাকর জাতীয় যাদুঘর। এ যাদুঘর সাভাকারের ভাইয়ের সাহিত্য ও আদর্শ রক্ষণাবেক্ষণ ও প্রচারের দায়িত্ব পালন করছে। ২৬ ফেব্রুয়ারি হিন্দুত্ববাদী নেতার মৃত্যুবার্ষিকীতে পুনরায় বইটি প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বতন্ত্রবীর সাবাকার জাতীয় যাদুঘরের সভাপতি রঞ্জিত সাবাকার।

বইটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৯৪৬ সালে। বইয়ে দাবি করা হয়,খ্রিস্টান ধর্ম ছিল মূলত হিন্দুদের এক ধরনের পূজা এবং কাশ্মিরেই মৃত্যু হয়েছিল যিশুর। বইয়ে আরও দাবি করা হয়,ক্রুশবিদ্ধ অবস্থায় যিশুকে  উদ্ধার করে ফিলিস্তিনের ইহুদিদের একটি অংশ, যাদের এসেনি বলা হয়। এরপর তাকে হিমালয়ের ভেষজ লতাপাতা খাইয়ে সুস্থ করে তোলে। এতে আরও দাবি করা হয়,কাশ্মিরে যিশুর সমাধি হয়।

খ্রিস্ট পরিচয় নামের ওই বইয়ে বলা হয়েছে,জন্মসূত্রে যিশু ছিলেন একজন বিশ্বকর্মা ব্রাহ্মণ এবং খ্রিস্টান ধর্ম ছিল হিন্দুত্বেরই একটি অংশ।

বইয়ে আরও দাবি করা হয়েছে, বর্তমানের ফিলিস্তিন ও আরব অঞ্চল ছিলো হিন্দুদের ভূমি। যিশু খ্রিস্ট ভারত ভ্রমণে এসে ইয়োগা শিখেছিলেন। বইয়ে বলা হয়েছে, যিশু খ্রিস্টের আসল নাম কেশাও কৃষ্ণা। তামিল ছিল যিশুর মাতৃভাষা এবং গায়ের রঙ ছিল কালো। 

বইয়ের বিষয়ে জানতে চাইলে বোম্বে আর্কিডিওসেজান হেরিটেজ মিউজিয়ামের প্রবীন যাজক ও পরিচালক ওয়ার্নার ডি’সুজা জানান,এ ধরনের বই খ্রিস্টানদের বিশ্বাসে ফাটল ধরাতে পারবে না।

ভি.ডি.সাবাকর ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস)প্রতিষ্ঠাতাদের একজন। আরএসএস  ভারতের কেন্দ্রীয় সরকারে থাকা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মতাদর্শিক পৃষ্ঠপোষক। সূত্র: হাফিংটনপোস্ট ইন্ডিয়া।

/এএ/বিএ/