টমেটোবোঝাই ট্রাক ডাকাতি করে দম্পতি ধরা

ভারতে দুই হাজার ৫০০ কেজি (২.৫ টন) টমেটোবোঝাই ট্রাক ছিনতাই করার অভিযোগে তামিলনাড়ুর এক দম্পতি গ্রেফতার হয়েছেন প্রতিবেশী বেঙ্গালুরুতে। এ ঘটনায় পলাতক আছেন আরও তিনজন। পুলিশ বলছে, সংঘবদ্ধ দলটি মহাসড়কে ডাকাতি করে বেড়ায়।  

দম্পতির বাড়ি ভেলোরে। চিত্রদুর্গা জেলার হিরিউরের চিক্কাজালা এলাকায় ৮ জুলাই তারা একটি টমেটো বোঝাই ট্রাক আটক করে। এটির চালকের নাম মল্লেশ। দম্পতি ও তাদের সঙ্গে থাকা কয়েকজনের দাবি, ট্রাকটি তাদের গাড়িকে ধাক্কা দিয়েছে। তাই মল্লেশকে ক্ষতিপূরণ দিতে হবে।    

কৃষক মল্লেশ তা দিতে অস্বীকৃতি জানালে সেদিন তাকে লাঞ্চিত করে দলটি। এক পর্যায়ে মল্লেশকে ট্রাক থেকে ধাক্কা মেরে ফেলে দেয় তারা। তারপর আড়াই লাখ রুপির টমেটোসহ ট্রাকটি নিয়ে তারা চলে যায়।

কৃষকের দায়ের করা অভিযোগের ভিত্তিতে আরএমসি ইয়ার্ড পুলিশ ট্রাকের গতিবিধি ট্র্যাক করে। ২৮ বছরের ভাস্কর এবং তার ২৬ বছর বয়সী তার স্ত্রী সিন্ধুজাকে শনিবার গ্রেফতার করা হয়। দলের বাকি তিনজনকে ধরতে অভিযান চলছে।

পুলিশ বলছে, দলটি মহাসড়কে ফাঁদ পেতে বসে থাকতো। শিগগিরই বাকিরা ধরা পড়বে। 

সূত্র: এনডিটিভি