‘গ্যাংস্টার’ আতিকের আইনজীবী আটক

ভারতের উত্তর প্রদেশের সাবেক বিধায়ক রাজু পাল হত্যার প্রধান সাক্ষী উমেশ পাল হত্যাকাণ্ডে আতিক আহমেদের আইনজীবীকে আটক করেছে পুলিশ। নিহত গ্যাংস্টার আতিকের আইনজীবী বিজয় মিশ্র শনিবার গভীর রাতে লখনৌর একটি হোটেলের সামনে আটক হন।

পুলিশ জানিয়েছে, বিএসপি বিধায়ক রাজু পাল হত্যাকাণ্ডে অভিযুক্ত আতিকের সঙ্গে জড়িত ছিলেন বিজয়। বিজয় উমেশের অবস্থান জানিয়ে দিতে তিনি সাহায্য করেছিলেন আততায়ীদের। এই হত্যাকাণ্ডে বিজয়ের আর কী ভূমিকা ছিল, তাকে জিজ্ঞাসাবাদে আটক করা হয়েছে বলে জানায় উত্তর প্রদেশের পুলিশ।

২০০৫ সালে প্রকাশ্যে খুন হয়েছিলেন তৎকালীন বহুজন সমাজ পার্টি (বিএসপি) বিধায়ক রাজু। সেই হত্যাকাণ্ডে নাম আসে ‘গ্যাংস্টার’ আতিকের।

উত্তর প্রদেশের গ্যাংস্টার হিসেবে পরিচিত ছিলেন সাবেক সংসদ সদস্য আতিক আহমেদ ও তার ভাই। গত এপ্রিলে সাংবাদিক ও পুলিশের সামনে প্রকাশ্যে নির্মমভাবে সন্ত্রাসীদের হাতে খুন হন। তবে এভাবে হত্যাকাণ্ডে ভারতজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনার ঝড় বইয়ে যায়।

সূত্র: এনডিটিভি