স্বামীর খোঁজে সন্তান কোলে ভারতে বাংলাদেশি নারী

স্বামীর খোঁজে সন্তানকে নিয়ে ভারতে চলে এলেন বাংলাদেশি নারী সোনিয়া আখতার। ওই বাংলাদেশি নারীর দাবি করেছেন, ভারতের উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা এক যুবক বাংলাদেশে থাকাকালীন তাকে বিয়ে করেছিলেন। কিন্তু তাদের যখন সন্তান হয় তখন সেই ব্যক্তি বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে চলে আসেন।

ওই নারী পর্যটক ভিসা নিয়ে ভারতে চলে এসেছেন। এরপর ওই যুবকের বিরুদ্ধে তিনি পুলিশের কাছে নালিশ জানিয়েছেন।

সোনিয়া জানিয়েছেন, অভিযুক্ত যুবকের নাম সৌরভকান্ত তিওয়ারি। ইসলামিক রীতি মেনে তাদের বিয়ে হয়েছিল। তিনি সেই স্বামীর খোঁজ পেতে সন্তান নিয়ে ভারতে চলে এসেছেন। পুলিশ বিষয়টি তদন্তে নেমেছে। 

সোনিয়ার অভিযোগ, সৌরভ ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত বাংলাদেশে ছিলেন। তখন তাদের মধ্যে আলাপ। এরপর ২০২১ সালের ১৪ এপ্রিল তাদের বিয়ে হয়। তাদের সন্তানও হয়েছিল। কিন্তু তারপরই বাংলাদেশ থেকে চলে আসেন ওই যুবক। নয়ডায় পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন ওই বাংলাদেশি নারী। পুলিশ গোটা ঘটনাটি নারী ও শিশু সুরক্ষা দফতরের কাছে পাঠিয়েছে। 

এদিকে সোনিয়ার আরও দাবি, ভারতেও এক নারীকে বিয়ে করেছেন ওই যুবক। তাদেরও সন্তান রয়েছে। পুলিশ তার দাবি যাচাই করে দেখছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, সোনিয়া টুরিস্ট ভিসা নিয়ে ভারতে এসেছেন। ওই যুবক ভারতের কোনও বেসরকারি সংস্থায় কাজ করেন। তার খোঁজ করা হচ্ছে। ওই নারীর সব দাবি মিলিয়ে দেখা হচ্ছে।

সোনিয়া দাবি করেছেন, সৌরভ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এরপর তিনি বিয়ে করেন। ঢাকাতে তাদের বিয়ে হয়েছিল।