ভারতে রেলওয়ে সেতু ধসে ১৭ শ্রমিক নিহত, নিখোঁজ অনেকে

ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে একটি নির্মাণাধীন সেতু ধসে অন্তত ১৭ জন নিহত হয়েছেন। দুর্গম পাহাড়ি এলাকার সেতুটি ভেঙে খাদে পরে যাওয়ায় অনেকে আটকা পড়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সেখানে ৩৫ থেকে ৪০ জন শ্রমিক কাজ করছিলেন। নিহতদের সবাই নির্মাণ শ্রমিক।

মিজোরাম মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা টুইটারে জানিয়েছেন, আইজল থেকে ২১ কিলোমিটার দূরে আজ বুধবার (২৩ আগস্ট) সকাল ১০টা নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। অনেক শ্রমিক মারা গেছেন। ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে। আমি খুবই মর্মাহত ও শোকাহত। হতাহতের পরিবারের প্রতি সমবেদনা। খবর পেয়েই উদ্ধারকাজে যারা ছুটে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা।

পুলিশ জানায়, ৩৫ থেকে ৪০ জন কর্মী কাজ করছিলেন তখনই ভেঙে পড়ে নির্মাণাধীন সেতুটি।

গভীর শোক জানিয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ করে রুপি সহায়তার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একইভাবে আহতদের ৫০ হাজার করে দেওয়া হবে।

সূত্র: এনডিটিভি