ভারতে ট্রেনের বগিতে আগুনে ১০ মৃত্যু

ভারতের তামিলনাড়ুতে থেমে থাকা একটি ট্রেনের বগিতে আগুনের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ২০ জনের বেশি মানুষ। মাদুরাই রেলওয়ে স্টেশনে শনিবার ভোর ৫টা ১৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

দক্ষিণ রেলওয়ের বিবৃতিতে বলা হয়েছে, ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধা ঘন্টা পর। সকাল ৭টা ১৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বগিতে থাকা একটি ‘অবৈধ গ্যাস সিলিন্ডার’ থেকে আগুন লাগে। বগির যাত্রীরা উত্তর প্রদেশের লখনউ থেকে এসেছিলেন।

বিবৃতিতে আরও বলা হয়, প্রাইভেট পার্টি কোচটিকে ২৫ আগস্ট পুনালুর-মাদুরাই এক্সপ্রেসের সঙ্গে এনে নাগেরকয়েল জংশনে সংযুক্ত হয়েছিল। সেখানে কোচটিকে আলাদা করে মাদুরাই স্ট্যাবলিং লাইনে রাখা হয়েছিল। বগির যাত্রীরা ১৭ আগস্ট লখনউ থেকে যাত্রা শুরু করেছিলেন। রবিবার চেন্নাইতে তাদের পৌঁছানোর কথা ছিল।

যে কোনো ব্যক্তি আইআরসিটিসি পোর্টাল ব্যবহার করে পার্টি কোচ বুক করতে পারেন। তাদের গ্যাস সিলিন্ডারের মতো কোনো দাহ্য পদার্থ বহন করার অনুমতি নেই। কোচটি কেবল পরিবহনের উদ্দেশ্যে ব্যবহার করা যায়।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছে দক্ষিণ রেলওয়ে।  

সূত্র: এনডিটিভি