ইসরায়েলি সেনাবাহিনী একদিনে ইয়েমেন, লেবানন ও সিরিয়ায় আক্রমণ চালিয়েছে। পাশাপাশি গাজাতেও হামলা চালিয়েছে। সোমবার (৫ মে) একযোগে চারটি দেশে বিমান হামলা চালানো হয়েছে। ইসরায়েল এসব হামলার সত্যতা নিশ্চিত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
সোমবার গাজায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৫৪ জন নিহত হয়েছে।
গাজায় ৬৫ দিন ধরে ইসরায়েলের সম্পূর্ণ অবরোধ চলছে। না খেয়ে অনাহারে অর্ধাহারে বা সময়সীমা পরিয়ে যাওয়া পচা খাবার খেয়েও গাজাবাসী জীবন ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা। এমন পরিস্থিতিতে গাজার গাজায় নতুন স্থল আক্রমণের মাধ্যমে ২ মিলিয়নেরও বেশি মানুষকে ‘স্থানান্তরিত’ করার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
গাজা সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, গাজার হাসপাতালগুলো ধ্বংস করতে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছে। এর মধ্যে হাজার হাজার অসুস্থ ও আহত মানুষের জীবন ঝুঁকিতে রয়েছে।
এদিকে আজ মঙ্গলবার সকাল থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ১১ জন নিহত হয়েছে। এ নিয়ে গাজায় নিহতের সংখ্যা ৬১ হাজার ৭০০-এ পৌঁছেছে বলে জানিয়েছে সরকারি মিডিয়া অফিস। এছাড়াও হাজার হাজার মানুষ ধ্বংসাবশেষের নিচে হারিয়ে গেছে বলে মনে করা হচ্ছে। এছাড়া গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি বাহিনীর গুলিতে দুইজন নিহত হয়েছে।
ইসরায়েল সোমবার ইয়েমেনকে ব্যাপকভাবে আক্রমণ করেছে, একদিন পর হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করে, এবং সিরিয়ায়ও আবার ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।
ইয়েমেনের পশ্চিমাঞ্চলীয় হোদেইদা বন্দরে ছয়টি বিমান হামলা হয়েছে। একই প্রদেশের বাজিল জেলায়ও হামলা হয়েছে। উভয় হামলাকে ‘যুক্তরাষ্ট্র-ইসরায়েলি আক্রমণ’ হিসেবে অভিহিত করা হয়েছে।
মঙ্গলবার হুতি-চালিত আল-মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, হুতি বিদ্রোহীরা ইসরায়েলের প্রধান বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার একদিন পর ইয়েমেনে ব্যাপক হামলা চালালো ইসরায়েলি বাহিনী। এসব হামলায় অন্তত চার জন নিহত হয়েছে।
এছাড়া সিরিয়াতেও আবার ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে। সিরিয়া সীমান্তের অন্তর্গত জান্তা গ্রামেও আক্রমণ করেছে ইসরায়েলি বাহিনী। তাদের দাবি, ওই এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। এই এলাকায় প্রায়ই হামলা চালায় তারা।
সিরিয়ার সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেটস) জানিয়েছে, উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিবের গ্রামীণ এলাকায় চালানো হামলায় একজন নিহত ও চারজন আহত হয়েছে। হোয়াইট হেলমেটস জানিয়েছে, আহতদের মধ্যে চারজনই শিশু।
এছাড়া লেবাননের পূর্বাঞ্চলেও হামলা চালিয়েছে ইসরায়েল।