কলকাতায় উদযাপিত হলো শেখ রাসেলের জন্মবার্ষিকী

‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’ এই প্রতিপাদ্যে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের জন্মদিন কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে পালন করা হয়েছে। এই উপলক্ষে বুধবার বাংলাদেশ গ্যালারিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাণী পাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়। এছাড়া অনাথ ও দুস্থ শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয় খাবার।

আলোচনা অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ উপ-হাইকমিশনের সব কর্মকর্তা অতিথিদের নিয়ে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর উপ-হাইকমিশনার, আন্দালিব ইলিয়াসের সভাপতিত্বে শেখ রাসেলের জীবনের ওপর আলোচনা করা হয়। এ ছাড়া কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনের কাউন্সেলর (শিক্ষা ও ক্রীড়া) রিয়াজুল ইসলাম এবং কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন। সঞ্চালকের দায়িত্বে ছিলেন কাউন্সেলর (রাজনৈতিক) তুষিতা চাকমা। আলোচনায় অংশ নেন দ্বিতীয় সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলাম ।

আলোচনা সভায় উন্নয়নকর্মী ও গবেষক এবং শেখ রাসেলের বাল্যবন্ধু নাতাশা আহমেদ আবেগতাড়িত কণ্ঠে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে যেন কোনও শিশুকে শেখ রাসেলের মতো ভাগ্য বরণ করতে না হয়।

উপ-হাইকমিশনার তার বক্তব্যে শেখ রাসেলের সংক্ষিপ্ত কিন্তু নির্মল জীবনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেন, শেখ রাসেল আজ আমাদের মাঝে নেই, কিন্তু আমাদের মনে রাখতে হবে নির্মলতার জয় হবেই। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আজ আমাদের অঙ্গীকার- বাংলাদেশের সব শিশুর জন্য নিরাপদ ভবিষ্যৎ।

শেখ রাসেলের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে কবিতা আর নৃত্য পরিবেশনার মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানানো হয়।