শুরু হয়ে গেলো বাঙালি হিন্দুদের অন্যতম সেরা উৎসব দুর্গাপুজো। আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কলকাতার দুর্গাপুজোর পঞ্চমী। আলোর রোশনাইতে ভাসছে মহানগরী। বাতাসে ভেসে আসছে শিউলি ফুলের গন্ধ। শুরু হয়েছে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন। বাংলা ট্রিবিউনের পাঠকদের জন্য থাকছে এবার কলকাতার সেরা পুজো মণ্ডপ আর প্রতিমার ছবি।
উত্তর কলকাতার আহিরতলা সর্বজনীন দুর্গাপূজা প্যান্ডেল। উদ্বোধন করেছেন মার্কিন কনসাল জেনারেল মেলিনা পাভেক
বাদামতলা আষাঢ় সঙ্গের দুর্গাপূজা
বেলেঘাটা সন্ধানী দুর্গাপূজা, থিম ‘হুম অ্যাম আই’
চেতলা অগ্রণী দুর্গাপূজা
চেতলা অগ্রণী দুর্গাপূজা
চরবাগান দুর্গাপূজার প্যান্ডেল ও মূর্তি
কলেজ স্কয়ারে দুর্গাপূজার প্যান্ডেল
হাতিবাগান সর্বজনীন দুর্গোৎসব
৬৬ পল্লি কালিঘাট দুর্গাপূজা
ঠাকুরপুকুর এসবি পার্ক দুর্গাপূজা
ঠাকুরপুকুর এসবি পার্ক দুর্গাপূজা
এসপ্লানেড ডিপোতে ট্রামে শরণার্থী দুর্গাপূজার দায়িত্বে রয়েছেন তৃতীয় লিঙ্গের মানুষেরা
এসপ্লানেড ডিপোতে ট্রামে শরণার্থী দুর্গাপূজা