দিল্লি হাইকোর্টে কানহাইয়ার জামিন শুনানি সোমবার

দেশদ্রোহিতার মামলায় অভিযুক্ত জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি কানহাইয়া কুমারের জামিন শুনানি দিল্লি হাইকোর্টে সোমবার পুনরায় শুরু হবে। গত ২৪ ফেব্রুয়ারি বিচারপতি প্রতিভা রানি সোমবার জামিন আবেদনের শুনানির দিন ধার্য করেন। ধারণা করা হচ্ছে, সোমবার তদন্তের অগ্রগতি সম্পর্কে আদালতে প্রতিবেদন দেবে পুলিশ।
কানহাইয়া কুমারের আইনজীবী কপিল সিবাল এর আগে আদালতকে জানিয়েছেন,পুলিশ যে প্রতিবেদন জমা দিয়েছে তাতে কানহাইয়ার দেশবিরোধী স্লোগানের কোনও প্রমাণ পাওয়া যায়নি। একই অভিযোগে আদালতের নির্দেশে আত্মসমর্পণকারী উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কানহাইয়াকে একদিনের রিমান্ডে নেয়।
উমর ও অনির্বাণ ২৩ ফেব্রুয়ারি রাতে আত্মসমর্পণ করেন। উভয়কেই ২৯ ফেব্রুয়ারি (সোমবার) পর্যন্ত পুলিশ হেফাজতে রাখার অনুমতি দিয়েছেন আদালত।
৯ ফেব্রুয়ারি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে আফজাল গুরুর সমর্থনে আয়োজিত বিতর্কিত কর্মসূচিতে দেশবিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কানহাইয়া কুমারকে গ্রেফতার করে পুলিশ। এরপর ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে পুলিশি রিমান্ডে রাখা হয়। পরে আদালত তাকে ২ মার্চ পর্যন্ত কারাগারে পাঠান। এর মধ্যে ২৫ ফেব্রুয়ারি পুলিশের আবেদনের প্রেক্ষিতে রিমান্ডে নেওয়া হয়। পরদিন পুনরায় তাকে তিহার জেলে পাঠানো হয়।

পুলিশের দাখিল করা অভিযোগে বলা হয়েছে, কানহাইয়া শুধু দেশবিরোধী স্লোগানই দেননি বরং ওই বিতর্কিত কর্মসূচির আয়োজকদেরও একজন ছিলেন। সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

/এএ/বিএ/