ফেনসিডিলসহ এক বাংলাদেশিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের সুতি থানার পুলিশ। শনিবার (০২ ডিসেম্বর) ভোরে সুতি থানার লক্ষ্মীপুর পঞ্চায়েতের মধ্য পাড়া এলাকার লিচুবাগান থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, সহিদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম নামের দুইজনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে সহিদুলের বাড়ি মালদা জেলার বৈষ্ণবনগর এলাকায় এবং জাহাঙ্গীর আলমের বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২৯৩ বোতল ফেনসিডিল বাজেয়াপ্ত করেছে পুলিশ। কিন্তু কী উদ্দেশ্যে এবং কেন বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিল জাহাঙ্গীর আলম সে বিষয়ে এখনো তদন্ত চালু রেখেছে পুলিশ।