এবার মিগজাউমের প্রভাব চেন্নাইয়ে, ট্রেন ও উড়োজাহাজ চলাচল বন্ধ

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে ভারতের তামিলনাড়ুর চেন্নাই ও পদচুরিতে প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে। রবিবারের রাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে অঞ্চলটিতে সব ধরণের ট্রেন ও উড়োজাহাজ চলাচল বাতিল ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে বন্ধ রয়েছে স্কুল, কলেজ ও অফিস-আদালত। এ খবর জানিয়েছে ভারতীয় সম্প্রচারমাধ্যম এনডিটিভি।

চেন্নাই এবং এর পার্শ্ববর্তী জেলাগুলোতে রবিবার রাতভর ভারী বৃষ্টিপাত হয়েছে। সোমবার সকাল ৫টা ৩০ মিনিট পর্যন্ত তামিলনাড়ুর মীনামবাক্কামে ১৯৬ মিলিমিটার এবং নুঙ্গামবাক্কামে ১৫৪ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

চেন্নাইয়ের বেশিরভাগ এলাকা নিচু হওয়ায় প্রবল বৃষ্টিপাতের কারণে প্লাবিত হয়েছে। সব স্কুল,কলেজ, সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। বেসরকারি অফিসগুলোতে বাড়ি থেকে কাজ করার কথা বলা হয়েছে। ঘূর্ণিঝড়টি আগামীকাল দুপুরে নেলোর এবং মাছিলিপত্তমের মধ্যে স্থলভাগে আঘাত হানবে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অধিদফতর।

ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য স্থানীয় কর্তৃপক্ষ উপকূলীয় জেলাগুলোতে প্রায় ৫ হাজার ত্রাণ কেন্দ্র স্থাপন করেছেন। মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন রবিবার রাতে নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছেন এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি বলেন, রাষ্ট্র ঘূর্ণিঝড় মিউজমের মোকাবিলায় প্রস্তুত। মন্ত্রী এবং কর্মকর্তারা মাঠে রয়েছেন। জনসাধারণকে অবশ্যই প্রদত্ত নিরাপত্তা প্রোটোকল মেনে চলতে হবে। তিনি আরও বলেন, আমি জনসাধারণকে আরও অনুরোধ করছি  ঝড়ের প্রভাব না কমা পর্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হওয়া উচিত নয়।

নিরাপত্তাজনিত কারণে চেন্নাইয়ের ছয়টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে। সেই সঙ্গে ১২টি অভ্যন্তরীণ ফ্লাইট এবং চারটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

চেন্নাই ছাড়াও ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে চেঙ্গলপাট্টু, কাঞ্চিপুরম, নাগাপট্টিনাম এবং কুড্ডালো তিরুভাল্লুতে প্রবল বর্ষণ শুরু হয়েছে।