ভারত-বাংলাদেশ সীমান্ত স্টেশনে সোনা উদ্ধার, গ্রেফতার ৪

ভারত-বাংলাদেশ সীমান্তের কাছে পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ময়ূরহাট স্টেশনে সোনা হাতবদলের সময় ২০টি স্বর্ণের বিস্কুট ও স্বর্ণের ইট উদ্ধার করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। চোরাচালানে যুক্ত থাকার অভিযোগে তিন নারীসহ চার জনকে গ্রেফতার করে বিএসএফ।

আটক ব্যক্তিদের নাম মিতালী পাল, অসীমা মুহুরি ও অন্নপূর্ণা বিশ্বাস। তারা নদিয়ার সীমান্ত এলাকার বাসিন্দা। যেই ব্যক্তিকে সোনা পাচার করা হচ্ছিলো, তাকেও আটক করেছে বিএসএফ। তার নাম সৌমেন বিশ্বাস। তিনি কাদিপুরের বাসিন্দা।

জিজ্ঞাসাবাদে বিএসএফ জানতে পেরেছে, হাজার টাকার বিনিময় নির্দিষ্ট জায়গায় সোনা পৌঁছে দিত ওই নারীরা।

বিএসএফ সূত্রে জানা গেছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ৩২ নম্বর ব্যাটালিয়ন শিয়ালদহগামী গেদে লোকালে সোনা পাচারের খবর পায় তারা।

গত শুক্রবার ওই লোকাল ট্রেনে সোনা পাচারে চেষ্টা করা হচ্ছিল। গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য স্থানীয় পুলিশকে হস্তান্তর করেছে বিএসএফ।