লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ

মণিপুরের থামানপোকপি লোকসভা ভোটকেন্দ্রে গুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরের দিকে বন্দুকধারীরা এ হামলা চালিয়েছ বলে জানিয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, এই হামলার ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। গুলি চালানোর সঙ্গে সঙ্গেই ওই বুথের বাইরে লাইনে থাকা ভোটারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, শুধু একটা কেন্দ্রে নয়, রাজ্যে আরও কয়েকটি জায়গা থেকে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

উত্তরপ্রদেশের কয়েকটি জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে সমাজবাদী পার্টি (এসপি)।

এই ইনার মণিপুর লোকসভা কেন্দ্রেই দুই দফায় ভোটগ্রহণ হবে। প্রথম দফায় কয়েকটি এলাকায় ভোটগ্রহণ হচ্ছে। ২৬ এপ্রিল দ্বিতীয় দফায় বাকি এলাকায় ভোটগ্রহণ হবে।