মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি

ভারতীয় সীমান্ত এলাকার গেদে স্টেশনে ভারত-বাংলাদেশ মৈত্রী ট্রেনে তল্লাশি চালিয়ে দুই বাংলাদেশি যাত্রীকে আটক করেছে ৩২ নং ব্যাটেলিয়ন বিএসএফ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণে বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) সকালে কলকাতা থেকে বাংলাদেশগামী মৈত্রী এক্সপ্রেস (ট্রেন নম্বর ১৩১০৮) গেদে স্টেশনে পৌঁছায়।

তথ্যের ভিত্তিতে, দুই বাংলাদেশি নাগরিকের লাগেজে তল্লাশি করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। জিজ্ঞাসা বাদ করতেই অপকর্মের কথা স্বীকার করেন ওই দুই বাংলাদেশি।

বিএসএফ জানিয়েছে, ওই ট্রেনে দুই ব্যক্তির কাছে প্রচুর বৈদেশিক মুদ্রা উদ্ধার করা হয়েছে। ৮১ লাখ ৫২ হাজার ৮৫৪ রুপি পাওয়া গেছে। তাদের কাছে বাংলাদেশি টাকাও ছিল।

আটককৃত ওই দুই ব্যক্তির একজন শংকর কুমার দত্ত। তার বাড়ি বাংলাদেশের মানিকগঞ্জের গোপালপুরে। আরেকজন ওয়ালিদ মেহেন্দি রাসেল। তার বাড়ি বাংলাদেশে চাঁদপুর  উকিলপাড়ায়।

বিএসএফ আরও জানিয়েছে, ওয়ালিদ মেহেন্দি রাসেলের কাছ থেকে ৫৪ হাজার ৮৫২  টাকা এবং শংকর কুমার দত্তের কাছ থেকে উদ্ধার হয়  দুই হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়েছে।

ওই দুজনকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠানো হয়েছে। সীমান্ত দিয়ে সোনা ও টাকা উদ্ধারকে কেন্দ্র করে গেদে নজরদারি জোরদার করেছে বিএসএফ।