ভারতে ম্যারাথন লোকসভা নির্বাচনে ভোট গণনা চলছে

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। স্থানীয় সময় মঙ্গলবার (৪ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়। প্রথমেই গণনা করা হচ্ছে পোস্টাল ব্যালট। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

ভোট গণনা উপলক্ষ্যে প্রতিটি কেন্দ্র নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা। দফায় দফায় চলছে তল্লাসি।

এবারের লোকসভা নির্বাচন ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় নির্বাচন। সাত ধাপে চলা এই নির্বাচনে ভোটার সংখ্যা ছিল প্রায় ৯৭ কোটি, যা বিশ্বের মোট জনসংখ্যার ১২ শতাংশ।

এবারের ভোটে লড়েছেন ৮ হাজার ৩৬০ জন প্রার্থী। ভারতের পার্লামেন্টের মোট ৫৪৩ আসনের মধ্য ২৭২টি পেলেই সরকার গঠন করা যাবে। বুথফেরত জরিপগুলো জানিয়েছে এবারও টানা তৃতীয়বাবের মতো ক্ষমতায় এসে ইতিহাস গড়তে চলেছেন নরেন্দ্র মোদি। 

দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে এবার রেকর্ড ৬৪ কোটি ২০ লাখ ভোটার ভোট দিয়েছে। এর মধ্যে ৩১ কোটি ২০ লাখ নারী ভোটার। তবে গত নির্বাচনের তুলনায় এবার ভোটার উপস্থিতির হার এক শতাংশ কম ছিল। এবার ভোটার উপস্থিতি ছিল ৬৬.৩ শতাংশ। 

ছয় সপ্তাহব্যাপী ম্যারাথন নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ শুরু হয়েছিল ১৯ এপ্রিল। সাতদফার ভোটপর্ব শেষ হয় ১জুন। এবারও প্রধান দুইটি রাজনৈতিক দলের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলছে। দল দুইটি হলো- নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ এবং এক গুচ্ছ দল নিয়ে কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইন্ডিয়া। 

এবার ভোট নেওয়া হয়েছে, ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এর ফলে ভোট গণনা খুব দ্রুত শেষ হবে বলে ধারণা করা হচ্ছে।