পশ্চিমবঙ্গে ৩২ আসনে এগিয়ে তৃণমূল

বুথফেরত জরিপের হিসেব মিথ্যেই প্রমাণিত হলো। সব হিসেব-নিকেশ উল্টে দিয়ে বাংলায় এগিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস। মঙ্গলবার (৪ জুন) ভোট গণনার শুরুতেই এগিয়ে ছিল মোদির বিজেপি। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই হিসেব পাল্টে গেল। আনন্দবাজার পত্রিকা এ খবর জানিয়েছে। 

আনন্দবাজারের সর্বশেষ হিসেবে দেখা গেছে, পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ৩২টি আসনে। আর বিজেপি এগিয়ে রয়েছে ১০ আসনে। কংগ্রেস এগিয়ে রয়েছে একটি আসনে। এখন পর্যন্ত সিপিএমের ভাগ্যে কোন আসন জোটেনি।

আনন্দবাজার পত্রিকার ভোটের হিসেব।

বুথফেরত সমীক্ষার প্রায় প্রতিটি সংস্থা এ ইঙ্গিত দিয়েছিল, বাংলায় ২৬/২৭ আসনে এগিয়ে থাকবে বিজেপি।  ২০১৯ সালের লোকসভা নির্বাচনের চেয়ে এবার বিজেপির আসন বাড়বে। গতবারের নির্বাচনে বিজেপি পেয়েছিল ১৮ আসন, তৃণমূল ২২ আর কংগ্রেস পেয়েছিল ২ আসন। বাম দলের ভাগ্যে গতবারও কোনও আসন জোটেনি।