ইন্দোর থেকে বিজেপি প্রার্থী শংকর লালওয়ানি বড় জয় পেয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বীর সঙ্গে তার ভোটের ব্যবধান ১১ লাখ ৭৫ হাজার ৯২ ভোট। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।
১৯৬১ সালের ১৬ অক্টোবর ইন্দোরে জন্ম লালওয়ানির। তার বাবা জমনাদাস লালওয়ানি ছিলেন বিজেপির মতাদর্শিক সংগঠন আরএসএস ও জন সংঘের সক্রিয় সদস্য। তার মা গোরি দেবী লালওয়ানি ছিলেন একজন গৃহিণী।
মধ্য প্রদেশে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়ন করেন তিনি। পরে মুম্বাইয়ে বিটেক ডিগ্রি অর্জন করেন। পরে ইন্দোরে ফিরে এসে ব্যবসা ও কনসালটেন্সি কোর্স করেন।
১৯৮০ দশকের শুরুতে তার রাজনৈতিক জীবন শুরু হয়। ওই সময় তিনি বোম্বে ইউনিভার্সিটির অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হয়েছিলেন। এরপর ধীরে ধীরে আরও উচ্চতর দায়িত্ব পালন করেছেন। ১৯৯৪ থেকে ১৯৯৯ সাল পর্যন্ত ইন্দোর মিউনিসিপাল করপোরেশনের কাউন্সিলর ছিলেন। পরে ১৯৯৯ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। বিজেপির বিভিন্ন স্তরে নেতৃত্ব দিয়েছেন তিনি। ইন্দোরের ৪৯ নং ওয়ার্ডের বিজেপির প্রেসিডেন্টও ছিলেন।
২০১৩ সালে শংকর লালওয়ানি ইন্দোর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারপারসন মনোনীত হয়েছিলেন।
২০১৯ সালে লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে ইন্দোর থেকে প্রার্থী হন তিনি। ওই সময় ৫ লাখ ৪৭ হাজার ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তিনি। জয়ী হওয়ার পর লোকসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে দায়িত্ব পালন করেছেন।