ভারতে ২ মুসলিম গরু ব্যবসায়ীকে হত্যা, গাছে ঝুলন্ত লাশ

ভারতের ঝাড়খণ্ডের রাঁচিতে দুই মুসলিম গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে দিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। শুক্রবার রাঁচির নিকটবর্তী বালুমাঠ বন থেকে ঝুলন্ত অবস্থায় দুই গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয়। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দুই মুসলিম ব্যবসায়ী গরু নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছিলেন। পথে অজ্ঞাত দুর্বৃত্তরাতাদের ওপর হামলা চালায়।  নিহত দুই গরু ব্যবসায়ী হলেন মোহাম্মদ মজলুম (৩৫) ও আজাদ খান ওরফে ইব্রাহিম (১৫)।

এদিকে পুলিশের বরাত দিয়ে দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, দুই ব্যবসায়ীরা হাত পেছন থেকে বাঁধা ছিলো, মুখে গুঁজে দেওয়া হয়েছিল কাপড়, যাতে তারা চিৎকার করতে না পারেন। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে গাছে ঝুলিয়ে দেওয়ার আগেই তাদের পিটিয়ে হত্যা করা হয়। আর স্থানীয় এক পুলিশ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বোঝা গেছে ব্যাপক নির্মমভাবে দুই ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এতে বুঝা যায় দুর্বৃত্তরা চরম ঘৃন্য মনোভাব ধারণ করে।

ভারতের সংবাদমাধ্যমের খবর অনুসারে, দুই ব্যবসায়ী স্থানীয় বাজারে আটটি গরু বিক্রির জন্য নিয়ে যাচ্ছিলেন। পথে তাদের গতিরোধ করে হত্যা করা হয়। কিন্তু গরুগুলোর কোনও খোঁজ পাওয়া যায়নি।

দুই মুসলিম গরু ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার পর লাশ গাছে ঝুলিয়ে দেওয়ার ঘটনায় ওই এলাকায় ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে। পুলিশ যখন লাশ গাছ থেকে নামাতে যায় তখন স্থানীয়দের সঙ্গে সংঘর্ষ বাঁধে।

লাথেহার থানার পুলিশের এসপি অনুপ বার্থারি জানান, পুলিশ ফাঁকা গুলি করে। এতে কেউ আহত হননি। তবে ঘটনার প্রতিক্রিয়ায় স্থানীয়রা লাথেহার-ছত্র জাতীয় মহাসড়ক ৯৯ ঘণ্টা অবরোধ করে রাখে। বিক্ষোভকারীরা গরু ব্যবসায়ীদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসিতে ঝোলানোর আগে তারা অবরোধ প্রত্যাহারে অস্বীকৃতি জানান। এ ঘটনায় সাম্প্রদায়িক দাঙ্গা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কায় ওই গ্রামে আর্মড ফোর্স মোতায়েন করা হয়েছে।

পুলিশের ডিআইজি সাকেট সিং জানান, পরিস্থিতি শান্ত করার জন্য স্থানীয় শান্তি কমিটির সঙ্গে সন্ধ্যায় বৈঠক হয়েছে। তিনি গ্রামবাসীদের গুজব না ছড়ানোর আহ্বান জানান।

গত বছর সেপ্টম্বরে উত্তর প্রদেশের দাদরির নিকটে বিসারা গ্রামে একদল হিন্দু এক মুসলিম পরিবারের ওপর হামলা চালায়। মোহাম্মদ আখলাকের পরিবার গরু জবাই করে মাংস খাচ্ছেন- এমন গুজবের প্রেক্ষিতে তার বাড়িতে হিন্দুরা হামলা চালায়। উল্লেখ্য, হিন্দু ধর্মের শাস্ত্রীয় বিশ্বাসের ধারা অনুযায়ী গরুকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস, টাইমস অব ইন্ডিয়া, হাফিংটন পোস্ট ইন্ডিয়া।

/এএ/বিএ/