দিল্লির জনপ্রিয় মার্কেট দিল্লি হাটে ভয়াবহ আগুন

ভারতের রাজধানী দিল্লির জনপ্রিয় শিল্প ও হস্তশিল্প মার্কেটে ভয়াবহ আগুন লেগেছে। দিল্লি ফায়ার সার্ভিস জানিয়েছে, বুধবার ( ৩০ এপ্রিল)  রাত ৮টা ৫৫ মিনিটে দিল্লি হাটে আগুন লাগে। এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দক্ষিণ দিল্লির আইএনএ এলাকায় অবস্থিত এই মার্কেটে প্রায় ২৫ থেকে ৩০টি স্টল সম্পূর্ণভাবে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

দিল্লির পর্যটনমন্ত্রী কপিল মিশ্র রাত ৯টা ৫১ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, আগুন এখন নিয়ন্ত্রণে। এই আগুনে কোনও প্রাণহানির খবর নেই।

বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, স্টলগুলোর ওপর ঘন ধোঁয়ার বিশাল মেঘ ঊর্ধ্বে উঠছে। একজন প্রত্যক্ষদর্শী বলেন, ‘এই আগুনে বহু ব্যবসায়ী তাদের মালপত্র হারিয়েছেন।’

এই মার্কেট ভারতের গ্রামীণ হাটবাজার থেকে অনুপ্রাণিত এবং দেশের বিভিন্ন প্রান্তের হস্তশিল্পের স্টল রয়েছে। এছাড়া এই মার্কেটে ভারতের বিভিন্ন অঞ্চলের রেস্টুরেন্টও রয়েছে।

কর্মকর্তারা জানিয়েছেন, বিভিন্ন রাজ্যের স্টলগুলো আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।