পশ্চিমবঙ্গে ৩ বাংলাদেশি গ্রেফতার

বাংলাদেশে ফিরে যাওয়ার পথে শনিবার রাতে পশ্চিমবঙ্গের নদিয়ার ধানতলা থানার পুলিশ ৩ বাংলাদেশিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতদের নাম রুপা বেগম, আলম ও মনিরা বেগম। এদের মধ্যে রূপা বেগম বাংলাদেশের খুলনা জেলার। মোহাম্মদ আলম ঝিনাইদহ জেলার বাসিন্দা। 

পুলিশের তরফে জানানো হয়েছে, এই তিন বাংলাদেশি কয়েক মাস আগে ভারতীয় দালালের সহযোগিতায় ভারতের ভূখণ্ডে প্রবেশ করে। এরপর ভারতীয় নথিপত্র তৈরি করে কাজের জন্য চলে চলে যায় বিভিন্ন রাজ্যে। শনিবার রাতে তারা ভারতের সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার চেষ্টা করছিল, সেই সময় ধানতলা থানার পুলিশের বিশেষ টিম এই তিনজন অনুপ্রবেশকারীকে গ্রেফতার করে।

রবিবার ধৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের মামলা রুজু করে হাজির করা হয় রানাঘাট বিচার বিভাগীয় বিশেষ আদালতে।