X
বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫
২৬ আষাঢ় ১৪৩২

পশ্চিমবঙ্গে টানা বৃষ্টি, সমুদ্র উত্তাল

রক্তিম দাশ, কলকাতা
১০ জুলাই ২০২৫, ০৮:৩৩আপডেট : ১০ জুলাই ২০২৫, ০৯:৩৬

 

টানা বৃষ্টিতে নাজেহাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বুধবার (৯ জুলাই) সকাল থেকেও আকাশের মুখ ভার ছিল। কখনও ঝিরঝির করে, কখনও ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। মৎস্যজীবীদের জন্য আলাদা করে সতর্কতা জারি করা হয়েছে।

পশ্চিমবঙ্গ-ওড়িশার উপকূলে এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টা ঝোড়ো হাওয়া বইবে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার। এর ফলে উত্তাল হবে সমুদ্র। আরও ২৪ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গে বৃষ্টি কমেছে। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে ১২০ মিলিমিটার, বীরভূমের শ্রীনিকেতনে ৯০ মিলিমিটার, বাঁকুড়ায় ৬০ মিলিমিটার, বহরমপুরে ৫০ মিলিমিটার, উলুবেড়িয়ায় ৩০ মিলিমিটার, বসিরহাটে ৫০ মিলিমিটার এবং ক্যানিংয়ে ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া ও ঝাড়গ্রামে।

বুধবারও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে। সপ্তাহভর মাঝারি বৃষ্টি চলবে। তার আগে দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ উন্নতি হওয়ার সম্ভাবনা নেই।

বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়। বাকি জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে।

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বৃষ্টির দাপট কিছুটা কম থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে। আগামী সোমবার আবার ভারী বর্ষণের সতর্কতা রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনায়।

উত্তরবঙ্গেও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বুধবার সেই সতর্কতা জারি করা হয়েছে কালিম্পঙে। এ ছাড়া জলপাইগুড়ি, দার্জিলিং, মালদহের দুয়েক জায়গায় ভারী বৃষ্টি হবে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত উত্তরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।

/এমএস/
সম্পর্কিত
গুজরাটে প্রাণহানির ঘটনায় শোক জানিয়ে নরেন্দ্র মোদিকে প্রধান উপদেষ্টার চিঠি
ইয়েমেনে মৃত্যুদণ্ডের মুখে ভারতীয় নারী
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ প্রসঙ্গ
সর্বশেষ খবর
বেবিচকের পরিচালক মুসা জঙ্গিকে প্রত্যাহার
বেবিচকের পরিচালক মুসা জঙ্গিকে প্রত্যাহার
আ. লীগ পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে: গোলাম পরওয়ার
আ. লীগ পুনর্বাসনে আন্তর্জাতিক চক্রান্ত চলছে: গোলাম পরওয়ার
আরও ১৪ জনের করোনা শনাক্ত
আরও ১৪ জনের করোনা শনাক্ত
মতুয়া সম্প্রদায় নিয়ে সিনেমার প্রিমিয়ার
মতুয়া সম্প্রদায় নিয়ে সিনেমার প্রিমিয়ার
সর্বাধিক পঠিত
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
ধর্ম অবমাননার অভিযোগ সরকারি চাকরিজীবীকে ওএসডি
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
আবার আন্দোলনে যাচ্ছেন প্রাথমিকের শিক্ষকরা
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন
দোষ স্বীকার করে ট্রাইব‍্যুনালে যা বললেন রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
বেশির ভাগ ব্যাংকের অডিট রিপোর্টে ফিকশন পাওয়া যায়: গভর্নর
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ
ফরিদপুরে আ.লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর নির্মাণ হচ্ছে জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ