বাবাকে ‘ক্ষমা করে দিলো’ জঙ্গলে ফেলে আসা সেই জাপানি শিশু

nonameদুর্গম জঙ্গলে বাবা-মায়ের ফেলে আসার এক সপ্তাহ পর জীবিত উদ্ধার হওয়া সাত বছরের জাপানি শিশু তার বাবাকে ‘ক্ষমা দিয়েছে’। সোমবার এক সাক্ষাৎকারে ইয়ামাতো তানুকার বাবা তাকাইয়ুকি তানুকা এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার হাসপাতাল থেকে ইয়ামাতো ছাড়া পেতে পারে। পুলিশ জানিয়েছে, ইয়ামাতোর বাবার বিরুদ্ধে কোনও অভিযোগ করবে না তারা।

ইয়ামাতোর বাবা তাকাইয়ুকি বলেন, আমি তাকে বলেছি, বাবা হিসেবে তাকে কঠিন অবস্থায় ফেলে দিয়েছিলাম। আমি দুঃখিত। এরপর আমার ছেলে বলেছে, তুমি খুব ভালো বাবা। আমি তোমাকে ক্ষমা করে দিলাম।

স্থানীয় একটি পত্রিকায় বলা হয়েছে, বাবা-মা জঙ্গলে ফেলে আসার পর শিশুটি দিক হারিয়ে ফেলে। এরপর সে কাঁদতে কাঁদতে প্রায় ৫ ঘণ্টা হাঁটে। এরপর সে উদ্ধার হওয়া স্থানে পৌঁছায়। সে জানায়, একটি কল থেকে পানি পান করলেও ছয় দিন কিছু্ই খায়নি।

গত ২৮ মে জঙ্গলে বেড়ানোর সময় একটি গাড়িতে ঢিল ছোঁড়ার অপরাধে তাকে এ সাজা দিয়েছিলেন বাবা তাকাইয়ুকি ও তার মা । পরে শিশুটিকে খুঁজতে গিয়ে সেখানে তাকে পাননি বাবা-মা। প্রথমে বাবা মা তাদের সন্তানকে ছেড়ে আসার বিষয়টি অস্বীকার করলেও পরে জানান, তারাই গভীর জঙ্গলে ফেলে এসেছেন আপন সন্তানকে। তার সঙ্গে খাবার কিংবা পানি কিছুই নেই। তারপর থেকেই হিংস্র পশু বোঝাই জঙ্গলে তানুকার সন্ধান চালাচ্ছিলেন উদ্ধারকারী।

এক সপ্তাহ ধরে জাপানের বেশ কয়েকটি উদ্ধারকারী দল ইয়ামাতোর সন্ধানে অভিযান চালায়। অবশেষে উত্তরাঞ্চলীয় হোক্কাইডোর শিকাবে শহরে অবস্থিত একটি সামরিক ব্যারাকে ওই শিশুর সন্ধান পাওয়া যায়। যেখান থেকে শিশুটি নিখোঁজ হয়েছিল তা থেকে সেনা ব্যারাকটি খুব একটা দূরে নয়। ড্রিল করতে বেরিয়ে তারা ছেলেটিকে উদ্ধার করেন। ইয়ামাতোর শারীরিক অবস্থা ভালই ছিল। তবে নিশ্চিত হতে ডাক্তারি পরীক্ষার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।সূত্র: বিবিসি।

/এএ/