জাপানে ভূমিধস ও বন্যায় ৩ জনের প্রাণহানি

nonameজাপানে ভূমিধস ও বন্যায় তিনজনের প্রাণহানি ও আরও তিনজন নিখোঁজ রয়েছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় কোমামোতো এলাকায় প্রাণহানির এ ঘটনা ঘটে। মঙ্গলবার জাপানের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান, কামিয়ামাকুসু শহরে ভূমিধসে ৯১ বছরের এক বৃদ্ধ প্রাণ হারান। কোসা শহরে বন্যার পানিতে ডুবে প্রাণ হারায় ৭৯ বছরের অপর এক বৃদ্ধ।

স্থানীয় সরকার তৃতীয় ব্যক্তির মারা যাওয়ার খবর জানালেও বিস্তারিত কিছু জানায়নি। তবে সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মৃত তৃতীয় ব্যক্তির বয়স ৬৬ বছর। তিনি উটো শহরের বাসিন্দা। ভূমিধসে তিনি মারা যান।

এপ্রিলে এলাকাটিতে বড়ো ধরনের দুই-দুইটি ভূমিকম্প আঘাত হানার কারণে প্রায় দুহাজার বাসিন্দাকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছিল।

কর্মকর্তারা জানান, ৬.২ ও ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানার পর দেড় হাজারেরও বেশিবার আফটার শক অনুভূত হয় এলাকাটিতে। এতে বিভিন্ন স্থানের মাটিতে ফাটল ধরে। এর মধ্যে কয়েকদিনের প্রবল বর্ষণের কারণে ব্যাপক ভূমিধস ও বন্যা দেখা দেয়।সূত্র: এনএইচকে।

/এএ/