চীনের সঙ্গে উত্তেজনা: নতুন ক্ষেপণাস্ত্র বানাবে জাপান

জাপান দক্ষিণাঞ্চলের প্রত্যন্ত দ্বীপপুঞ্জগুলোর প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য নতুন ক্ষেপণাস্ত্র বানাবে। চীনের সঙ্গে বিরোধপূর্ণ অঞ্চল নিয়ে উত্তেজনা জোরদারের প্রেক্ষাপটে এ খবর প্রকাশিত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

জনবসতিহীন দ্বীপপুঞ্জ নিয়ে দু’দেশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দ্বীপপুঞ্জটি জাপানে সেনকাকু ও চীনে দিয়ায়ু নামে পরিচিত।

টোকিও বিভিন্ন সময় দ্বীপপুঞ্জের জলসীমায় চীনা জাহাজ অনুপ্রবেশের দাবি করে আসছে। এ নিয়ে জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় বারবার প্রতিবাদও জানিয়েছে। এ প্রেক্ষাপটে জাপানের ভূমি থেকে সমুদ্রে নিক্ষেপযোগ্য নতুন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে।

জাপানের বহুল প্রচারিত ইয়োমুরি শিমবুন পত্রিকার খবরে রবিবার বলা হয়েছে, টোকিও নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা করছে। ওকিনাওয়া প্রদেশের মিয়াকোর মত দ্বীপপুঞ্জগুলোর ৩শ’ কিলোমিটার এর আওতার মধ্যে থাকবে। ২০২৩ সাল নাগাদ এটা মোতায়েন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ ব্যাপারে মন্তব্যের জন্য জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাওয়া যায়নি।

খবরে বলা হয়েছে, সেনকাকু দ্বীপপুঞ্জ এলাকায় চীনের বারবার উস্কানিমূলক কর্মকান্ডের প্রেক্ষিতে দূরের বস্তুতে হামলার সক্ষমতাসহ প্রতিরক্ষা ব্যবস্থা জোরদারই জাপানের উদ্দেশ্য। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এএ/